দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিলের পিটার ডাটনের পরিকল্পনাকে বলা হচ্ছে ‘খেয়ালি ভাবনা’

PETER DUTTON MELBOURNE PRESSER

Leader of the Opposition Peter Dutton and Michaelia Cash during a press conference at Treasury Place in Melbourne, Monday, March 17, 2025. (AAP Image/Nadir Kinani) NO ARCHIVING Source: AAP / NADIR KINANI/AAPIMAGE

অপরাধ করলে দ্বৈত নাগরিকদের বহিষ্কার করার ক্ষমতা নিশ্চিত করতে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিরোধী নেতা পিটার ডাটন। স্বাভাবিকভাবেই তার এই প্রস্তাবের সমালোচনাও আছে। পিটার ডাটনের পরিকল্পনাকে বলা হচ্ছে ‘খেয়ালি ভাবনা’।


২০২২ সালে, হাই কোর্ট রায় দেয় যে মন্ত্রীদের অপরাধীদের নাগরিকত্ব বাতিল করার ক্ষমতা নেই, কারণ এটি সংবিধান পরিপন্থী এবং রাজনীতিবিদদের অপরাধের শাস্তি নির্ধারণের এখতিয়ার নেই।

যিনি পার্লামেন্টে ইন্ডিজিনাস ভয়েস গণভোটের বিরুদ্ধে প্রচার করেছিলেন, সেই রাজনৈতিক নেতা এবার সংবিধান পরিবর্তনের জন্য নতুন প্রচেষ্টা চালাচ্ছেন।

তিনি হচ্ছেন বিরোধী নেতা পিটার ডাটন।

তিনি বলেছেন, কোয়ালিশন যদি ক্ষমতায় আসে, তবে তারা এমন একটি গণভোট আয়োজন করতে পারে যাতে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত দ্বৈত নাগরিকদের বহিষ্কার এবং তাদের নাগরিকত্ব বাতিল করার ক্ষমতা দেওয়া হয়।

২০২২ সালের হাই কোর্টের রায়ে বলা হয়েছিল যে রাজনীতিবিদরা আদালতের পরিবর্তে শাস্তি দিতে পারেন না, তাই নাগরিকত্ব বাতিলের ক্ষমতা তাদের হাতে থাকা সংবিধানবিরোধী।

পিটার ডাটনের সাম্প্রতিক প্রস্তাব সেই রায় পরিবর্তনের জন্য দেওয়া হয়েছে।

কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বিরোধী দলের আইন বিষয়ক মুখপাত্র মাইকেলিয়া ক্যাশ বললেন, দলটি বর্তমানে কোনো গণভোট আয়োজনের পরিকল্পনা করছে না এবং এটি কেবলমাত্র "শেষ বিকল্প" হিসেবে বিবেচিত হতে পারে।
আরও শুনুন
High Court decision ruling citizenship revocation illegal could affect others image

মন্ত্রণালয় কর্তৃক নাগরিকত্ব বাতিল নিয়ে হাইকোর্টের রুল

SBS Bangla

11/06/202205:38
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি দ্রুত এই মতবিরোধ নিয়ে মন্তব্য করেন।

তিনি বলছেন, "এটি পিটার ডাটনের আরেকটি হঠাৎ করা ঘোষণা, যা দুপুরের আগেই পরিবর্তিত হয়েছে। সকালে এক টিভি চ্যানেলে তিনি গণভোটের কথা বলছেন, আরেক চ্যানেলে মাইকেলিয়া ক্যাশ তা নাকচ করে দিচ্ছেন। এটি সুপরিকল্পিত কিছু নয়।"

এদিকে গ্রীন পার্টির নেতা অ্যাডাম ব্যান্ডট বলেছেন, এটি বিরোধী দলের দিশাহীনতার প্রমাণ।

এমনকি সাবেক লিবারেল অ্যাটর্নি-জেনারেল জর্জ ব্র্যান্ডিসও এই প্রস্তাবের সমালোচনা করেছেন।

নাইন নিউজপেপারে তিনি লিখেছেন, "যদি এটি সত্যিই আলোচনায় থাকে, তবে এটি একটি খুবই খারাপ ধারণা... অনেকেই এটিকে হাই কোর্টের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখবে।"

সিডনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক রেনার থোয়াইটস বলেছেন, এই ধরনের সংবিধান পরিবর্তন বিচারিক সুরক্ষাকে দুর্বল করে দিতে পারে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও  শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং 
 পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 

Share

Recommended for you