অস্ট্রেলিয়ান সিনেমা 'হিন্দি-ভিন্দি'তে রুপন্তি - মূলধারার মিডিয়া যেভাবে ইনক্লুসিভ হয়ে উঠছে

IMG_3239.jpg

Rupanty stars in the newly released Screen Australia-supported film Hindi Vindi, portraying an expatriate Australian character. Credit: SBS

রুপন্তী আকিদ স্ক্রিন অস্ট্রেলিয়ার একটি প্রকল্প "হিন্দি ভিন্দি" নামে একটি অস্ট্রেলিয়ান সিনেমাতেও অভিনয় করেছেন যেটি ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে মুক্তি পেয়েছে। তিনি এই ছবিতে একজন প্রবাসী অস্ট্রেলিয়ান চরিত্রে অভিনয় করেছেন।


সিডনিতে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা রূপন্তী আকিদ প্রায় এক দশক আগে বাংলাদেশের টেলিভিশন নাটকে তার অভিনয় জীবন শুরু করেন।

তবে বাংলাভাষী দর্শকদের কাছে তিনি প্রশংসিত হন ওটিটি প্লাটফর্ম চরকি প্রযোজিত চলচ্চিত্র 'কাছের মানুষ দূরে থুইয়া'তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে।

রূপন্তী আকিদের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে।

এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন আর, এসবিএস বাংলার
এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়


Share