মেলবোর্ন ছাড়াও ‘পায়ের তলায় মাটি নাই’ ছবিটি বুসান, ব্যাঙ্গালুরু, লন্ডনসহ বেশ কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
সিনেমাটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।
এর নির্বাহী প্রযোজক মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক ইমপ্রেস টেলিফিল্মের কর্ণধার ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্স-এর তাহরিমা খান।
চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাব্বী মৃধা এবং প্রযোজক আবু শাহেদ ইমনের সাথে সাক্ষাৎকারের তৃতীয় পর্বটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে,
প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: