বাংলাদেশি সিনেমার জন্য প্রবাসী দর্শকদের পৃষ্ঠপোষকতা চান ইমন ও রাব্বি - সাক্ষাৎকারের তৃতীয় পর্ব

Payer tolay mati nei .jpg

A scene starring Deepanwita Martin from the Bangladeshi film 'No Ground Beneath the Feet'. Credit: Abu Shahed Emon

মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ২০২২-এর আসরে সাউথ এশিয়া বিভাগে প্রদর্শিত হয়েছে বেশ কয়েকটি বাংলাদেশি চলচ্চিত্র যার মধ্যে অন্যতম 'পায়ের তলায় মাটি নেই' বা 'নো গ্রাউন্ড বিনীথ দ্য ফীট'। ছবিটি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতির পটভূমিতে নির্মিত। ছবির নির্মাতা মোহাম্মদ রাব্বী মৃধা, এবং প্রযোজক আবু শাহেদ ইমন কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।


মেলবোর্ন ছাড়াও ‘পায়ের তলায় মাটি নাই’ ছবিটি বুসান, ব্যাঙ্গালুরু, লন্ডনসহ বেশ কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

সিনেমাটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।

এর নির্বাহী প্রযোজক মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক ইমপ্রেস টেলিফিল্মের কর্ণধার ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্স-এর তাহরিমা খান।

চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাব্বী মৃধা এবং প্রযোজক আবু শাহেদ ইমনের সাথে সাক্ষাৎকারের তৃতীয় পর্বটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, 
প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 
আমাদেরকে অনুসরণ করুন 

Share