'পায়ের তলায় মাটি নেই' ছবিটি বাংলাদেশে মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে, রাব্বী ও ইমনের সাক্ষাৎকার-দ্বিতীয় পর্ব

Emon and Rabby.png

Producer Abu Shahed Emon (L) and Filmmaker Mohammad Rabby Mridha (R) Credit: Mohammad Rabby Mridha/ Facebook

সম্প্রতি মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ২০২২-এর আসরের সাউথ এশিয়া বিভাগে প্রদর্শিত হয়েছে বেশ কয়েকটি বাংলাদেশি চলচ্চিত্র যার মধ্যে অন্যতম 'পায়ের তলায় মাটি নেই' বা 'নো গ্রাউন্ড বিনীথ দ্য ফীট'। ছবিটি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতির পটভূমিতে নির্মিত। ছবির নির্মাতা মোহাম্মদ রাব্বী মৃধা, এবং প্রযোজক আবু শাহেদ ইমন এসবিএস বাংলার সাথে কথা বলেছেন এই ছবিটি নিয়ে।


এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share