সেক্সুয়ালিটি, জেন্ডার, ডিস্যাবিলিটি, রেইস - সমাজের বৈচিত্র্য যেভাবে তুলে ধরা হয়েছে 'মাই মেলবোর্ন' সিনেমায়

My Melbourne Poster.png

Themed around the four pillars of diversity -sexuality, gender, disability, and race - the anthology film "My Melbourne" features four unique diverse stories based on true incidents. Credit: Mind Blowing Films

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন -এর একটি চলচ্চিত্র নির্মাণ প্রকল্প হচ্ছে 'মাই মেলবোর্ন'; ছবিটির আখ্যান রচিত হয়েছে মূলত মেলবোর্ন তথা অস্ট্রেলিয়ান সমাজের বৈচিত্র্যের চারটি স্তম্ভ -সেক্সুয়ালিটি, জেন্ডার, ডিস্যাবিলিটি এবং রেইস - এই থিমগুলোকে কেন্দ্র করে।


'মাই মেলবোর্ন ছবিতে অস্ট্রেলিয়ান সমাজের বহুমাত্রিকতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে মাইন্ড ব্লোয়িং এন্টারটেইনমেন্ট এবং এটি নির্মাণে সহায়তা করেছে ভিক্টোরিয়া স্টেট থেকে ভিকস্ক্রিন এবং স্ক্রিন অস্ট্রেলিয়া।

ছবিটি নির্মাণ তত্ত্বাবধান করেছেন চারজন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ওনির, ইমতিয়াজ আলী, রিমা দাস এবং কবির খান।
Shibangi and Mouli.jpg
Melbourne-based Indian-Australian writer Shivangi Bhowmik (L) co-wrote the film, while veteran actor Mauli Ganguly (R) starred in an important role in My Melbourne. Credit: SBS
এ ছবিটির অন্যতম চিত্রনাট্যকার শিবাঙ্গী ভৌমিক যিনি একজন মেলবোর্ন-ভিত্তিক ভারতীয়-অস্ট্রেলিয়ান লেখক। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা মৌলি গাঙ্গুলি।

চিত্রনাট্যকার শিবাঙ্গী ভৌমিক এবং অভিনেতা মৌলি গাঙ্গুলি ছবিটির নানা বিষয় নিয়ে কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।

পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং
পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়


Share