২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ আসরের সেমিফাইনাল খেলা দল বাংলাদেশ এবার ফিরছে না খেলেই পাওয়া ১ পয়েন্ট নিয়ে।
আসরটি শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য পিছিয়ে যাওয়ারই। এমন নয় যে আইসিসির প্রতিযোগিতায় আগে কখনো ভালো করেনি বাংলাদেশ।
২০১৫-১৯ সাল পর্যন্ত সোনালি সময়ই পার করেছে তারা। চ্যাম্পিয়নস ট্রফির আগের আসরেই সেমিফাইনাল খেলেছিল এই দল।

Eminent sports writer and former Senior Vice President of AIPS Asia Mr. Ikram Uzzaman. Credit: Ikram Uzzaman
ক্রীড়াঙ্গনে বিরাজমান অবস্থার পরিপ্রেক্ষিতে সংস্কারের বিকল্প নেই। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।
দেশের ক্রীড়াঙ্গনের হালফিল অবস্থা নিয়ে এসবিএস বাংলার মুখোমুখি হয়েছিলেন এআইপিএস এশিয়ার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়ালেখক ইকরামউজ্জমান।
আলোচনাটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন
এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়