ফারাক্কা বাঁধ পরিদর্শন করলো বাংলাদেশের প্রতিনিধি দল

Bangladesh River Team in Farraka A.jpg

ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজ পরিদর্শন করেছে ইন্দো-বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদল। Credit: Partha Mukhopadhyay

ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজ পরিদর্শন করেছে ইন্দো-বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদল।


দীর্ঘদিন যাবৎ গঙ্গা-পদ্মা জলবণ্টন নিয়ে বাংলাদেশের অভিযোগ যে, গ্রীষ্মের মৌসুমে ফারাক্কা ব্যারাজ থেকে তারা পর্যাপ্ত জল পায় না। যদিও ভারতের তরফে বারবার দাবি করা হয়েছে, জলপ্রবাহের স্বাভাবিক ওঠা-নামার কারণে জলের পরিমাণ কম-বেশি হয়ে থাকে।

এবার ভারতের সেই দাবিই কার্যত মেনে নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মোহম্মদ আবুল হোসেন। তাঁর বক্তব্য, প্রাকৃতিক কারণেই জলপ্রবাহ কমে নদীতে।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share