কলকাতার জাকারিয়া স্ট্রিটে ইফতার বাজারে একদিন

Iftar in Zakaria Street,Kolkata 3.jpg

কলকাতায় নাখোদা মসজিদের কাছে জাকারিয়া স্ট্রিট খুবই বিখ্যাত ইফতারের সময় বিভিন্ন রকমের সুখাদ্যের জন্য। Credit: Partha Mukhopadhyay

ইফতারের সময়ে বিভিন্ন রকমের সুখাদ্যের জন্য কলকাতায় নাখোদা মসজিদের কাছে জাকারিয়া স্ট্রিট খুবই বিখ্যাত।


এখন চলছে রোজার মাস। সমস্ত ধর্মপ্রাণ মুসলিমরা সারাদিন উপবাস পালন করছেন, ধর্মাচরণের অঙ্গ হিসাবে। দিনান্তে ইফতারের মাধ্যমে প্রথম খাদ্য গ্রহণ করেন রোজাদাররা। আর সেই ইফতারের বিভিন্ন খাবার নিয়ে দোকানের দেখা মেলে মহল্লা-পাড়ায়-অঞ্চলে।

কলকাতায় নাখোদা মসজিদের কাছে জাকারিয়া স্ট্রিট খুবই বিখ্যাত এই ইফতারের সময় বিভিন্ন রকমের সুখাদ্যের জন্যে।

সেই জাকারিয়া স্ট্রিটের ওপর একটি প্রতিবেদন শুনতে ক্লিক করুন উপরের অডিও-প্লেয়ারটিতে।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share