নিউ সাউথ ওয়েলস স্কুলের পাঠ্যসূচি নিয়ে অন্তর্বর্তীকালীন পাঠ্যসূচি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার, ২২ অক্টোবর।
প্রিমিয়ার গ্লাডিস বার্জিক্লিয়ান এই পর্যালোচনা প্রতিবেদনটিকে স্বাগত জানিয়েছেন। একটি সংবাদ-বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এতে মৌলিক বিষয়াদির প্রতি জোর দেওয়া হয়েছে।
“নিউ সাউথ ওয়েলস সরকার এই ‘ব্যাক টু বেসিকস’ (গোড়ায় ফিরে যাও) উদ্যোগটিকে জোরালোভাবে সমর্থন করে।”
“ভবিষ্যতে কাজের প্রস্তুতি হিসেবে এবং জীবনব্যাপী দক্ষতা অর্জনের জন্য গণিত, ইংরেজি এবং বিজ্ঞানে শিক্ষার্থীদের শক্ত ভিত্তি থাকা দরকার।”এডুকেশন মিনিস্টার সারাহ মিচেল বলেন, পাঠ্যসূচির এই খসড়া পর্যালোচনায় দেখা যায়, নিউ সাউথ ওয়েলসের পাঠ্যসূচিতে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আনার দরকার রয়েছে।
New South Wales Premier Gladys Berejiklian (2nd from right) and Minister for Education Sarah Mitchell (right) during a tour at Merrylands Public School. Source: AAP
তিনি বলেন,
“৩০ বছরের পাঠক্রমে এটিই ছিল প্রথম পর্যালোচনা। নিউ সাউথ ওয়েলসের ভবিষ্যত শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনার জন্য এবং বর্তমান সমাজের চাহিদা পূরণে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমাদের জন্য এটি অনেক বড় এক সুযোগ।”
“একুশ শতকে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের সাক্ষরতা এবং গণিতের ভিত্তি শক্ত হওয়ার প্রয়োজন রয়েছে। আমরা এমন একটি পাঠ্যসূচি আমরা চাই যেখানে কোনো শিক্ষার্থীই পিছনে পড়ে থাকবে না এবং যেসব শিক্ষার্থী এগিয়ে যাচ্ছে তারা আরও অগ্রসর হবে।”
অন্তর্বর্তীকালীন এই পর্যালোচনায় মূলত পাঠ্যসূচির ভার লাঘব করার প্রতি জোর দেওয়া হচ্ছে যেন শিক্ষার্থীরা বিষয়বস্তুর আরও গভীরে যাওয়ার জন্য সময় পায়।
২০১৮ সালে নিউ সাউথ ওয়েলস সরকার কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পুরো স্কুল পাঠ্যসূচি পর্যালোচনার জন্য প্রফেসর জিওফ মাস্টার্সকে নিয়োজিত করে।
শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং অন্যান্য সকলেই এই অন্তর্বর্তীকালীন পাঠক্রম পর্যালোচনা নিয়ে তাদের অভিমত প্রদান করতে পারবেন। সেজন্য ভিজিট করুন । এ সুযোগ সীমিত সময়ের জন্য। ১৩ ডিসেম্বর ২০১৯ এর মধ্যেই অভিমত দেওয়া হবে।