Latest

সিডনি ও ব্রিসবেনে অনুষ্ঠিত হলো সাবিনা ইয়াসমিনের সঙ্গীত সন্ধ্যা

বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন এখন অস্ট্রেলিয়ায়। সিডনি ও ব্রিসবেনের দুটি অনুষ্ঠানে তাঁর জনপ্রিয় গানগুলো শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করলেন এই বহুমাত্রিক শিল্পী। তাঁর সাথে আরো এসেছেন শিল্পী জাহাঙ্গীর সাঈদ।

Sabina Yasmin Sydney 3_solo.jpg

Melbourne set to experience the musical magic of Bangladeshi legendary singer Sabina Yasmin, following successful shows in Sydney and Brisbane. Credit: Multilingual Community & Culture

সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

গত ৪ নভেম্বর মাল্টিলিঙ্গুয়াল কমিউনিটি এন্ড কালচারের আয়োজনে তাঁর প্রথম অনুষ্ঠান সিডনির ম্যাক আর্থার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যালি কুইনেল এমপি।
Sabina Yasmin Sydney 1.jpg
On behalf of MCAC, Hon. Member of the Parliament for Camden Sally Quinnell is handing over the appreciation crest to the legendary singer Sabina Yasmin. Credit: Multilingual Community & Culture
গত ১০ নভেম্বর সাবিনা ইয়াসমিনের দ্বিতীয় সংগীতানুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ব্রিসবেনের কুরপারু সেকেন্ডারি কলেজ অডিটোরিয়ামে। এটির আয়োজক সংগঠন সারগাম মিউজিক একাডেমী।
sabina with jahangir.jpg
Sabina Yasmin show was organised by Sargam Music Academy on 10th November 2023 at Coorparoo Secondary College Auditorium. Credit: Sargam Music Academy
সাবিনা ইয়াসমিন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারের পাশাপাশি ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।
Sabina with organisers.jpg
Sabina Yasmin show was organised by Sargam Music Academy on 10th November 2023 at Coorparoo Secondary College Auditorium. Credit: Sargam Music Academy
অসংখ্য চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেও সাবিনা ইয়াসমিনের গাওয়া দেশাত্মবোধক গানগুলোও শ্রোতাদের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল 'জন্ম আমার ধন্য হলো মা গো', 'সব ক’টা জানালা খুলে দাও না', 'মাঝি নাও ছাড়িয়া দে', ও 'একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার'।
sabina program children.jpg
Children performed during Sabina Yasmin music programme, organised by Sargam Music Academy on 10th November 2023 at Coorparoo Secondary College Auditorium. Credit: Sargam Music Academy
সাবিনা ইয়াসমিনের শেষ সংগীতানুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মেলবোর্নে।

জনপ্রিয় চিরায়ত ও আধুনিক বাংলা গানগুলো।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে।

এসবিএস বাংলার লাইভ অনুষ্ঠান শুনুন এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 


Share
Published 15 November 2023 10:08am
Updated 15 November 2023 8:20pm
By Shahan Alam
Source: SBS

Share this with family and friends