"কোক ষ্টুডিও বাংলা নিয়ে আমার সিরিয়াস কমিটমেন্ট আছে, কাজ করে আনন্দও পাচ্ছি" - অর্ণব

arnob-14.jpg

Arnob & Friends have had their concerts in Sydney and Melbourne on March 4 and 11 respectively. Credit: Dhoon Cultural Inc.

বাংলাদেশের জনপ্রিয় গায়ক, সঙ্গীতজ্ঞ, এবং চিত্রশিল্পী শায়ান চৌধুরী অর্ণব সম্প্রতি অস্ট্রেলিয়া ট্যুর করেছেন তার টিম “অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস” নিয়ে।


মি. অর্ণব একজন চিত্রশিল্পী এবং পড়াশোনা করেছেন ফাইন আর্টসে, কিন্তু তার পরিচিতি বেশি একজন কণ্ঠশিল্পী এবং সংগীতজ্ঞ হিসেবে।

প্রচন্ড ব্যস্ততার মধ্যে তিনি এসবিএস বাংলাকে সময় দিয়েছেন, কথা বলেছেন তার সঙ্গীত জীবন, অস্ট্রেলিয়া ট্যুর সহ অন্যান্য বিষয়ে।

তিনি বলেন, সঙ্গীতের সাথে আমি যুক্ত হই পড়াশোনার পাশাপাশি।
arnob-18.png
Apart from Arnob, the team also includes Panth Kanai, Sunidhi, Buno, Imran, Saad and Sayantan. Credit: Dhoon Cultural Inc.
মি. অর্ণব দীর্ঘদিন ভারতে ছিলেন এবং সেখানে পড়াশোনা করেছেন এবং
বর্তমানে তিনি কোক স্টুডিও বাংলার প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন।

তিনি এসবিএস বাংলাকে বলেন, কোক স্টুডিও বাংলায় তিনি যে টিমটি নিয়ে কাজ করেন তারা দারুন ভালো কাজ করছে। প্ল্যাটফর্মটির প্রতি তার নিজের গভীর অঙ্গীকার আছে, বেশ কিছু নতুন পরিকল্পনাও আছে।

"কাজ করতে বেশ মজাও লাগছে, আমি আরো ভালো কাজ করতে চাই," বলেন তিনি।

শায়ান চৌধুরী অর্ণব একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন, এবং তার বাবা স্বপন চৌধুরী একজন বিশিষ্ট চিত্রশিল্পী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে তার ভূমিকার কথা জানা যায় 'মুক্তির গান' চলচ্চিত্র থেকে।
নিজ বাবা সম্পর্কে মি. অর্ণব বলেন, "তিনি এখনো বিরামহীনভাবে প্রতিদিন চার-পাঁচ ঘন্টা ধরে ছবি আঁকেন, এটা আমার জন্য একটা বড় ইন্সপিরেশন, যেমন, কোন একটা আর্ট ফর্ম নিয়ে রেগুলার প্র্যাক্টিস করা, চর্চা করা।"

"সংগীতের পাশাপাশি বাবা সবসময় ছবি আঁকতে উৎসাহ দেন," বলেন মি. অর্ণব।

অর্ণব ছাড়াও এই টিমে আরো রয়েছেন পান্থ কানাই, সুনিধি, বুনো, ইমরান, সাদ এবং সায়ন্তন।

“অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস” টিম সিডনি ও মেলবোর্নে দুটো কনসার্টে অংশ নেয়। সিডনিতে এর আয়োজন করে পথ প্রোডাকশনস এবং মেলবোর্নে ধুন কালচারাল ইনকর্পোরেশন।

পথ প্রোডাকশনস বেশ কয়েক বছর ধরে নানা সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত থাকলেও অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস-এর 'হোক কলরব' কনসার্ট দিয়েই ধুন কালচারাল ইনকর্পোরেশনের যাত্রা শুরু।

শায়ান চৌধুরী অর্ণবের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share