Feature

অজি বাংলা সিস্টারহুডের উদ্যোগে সিডনিতে ঈদমেলা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী নারীদের অন্যতম বৃহৎ সংগঠন অজি বাংলা সিস্টারহুড-এর উদ্যোগে, সিডনির লিভারপুলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, গত ৯ মার্চ (রবিবার) ঈদমেলার আয়োজন করা হয়েছে।

Aussie Bangla Sister Hood Eid Mela-2025

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ৯ মার্চ ২০২৫ (রবিবার), সিডনির লিভারপুলে ঈদমেলার আয়োজন করেছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী নারীদের অন্যতম বৃহৎ সংগঠন অজি বাংলা সিস্টারহুড। Source: Supplied / Aussie-Bangla Sisterhood/Photolia/Photolia

উৎসব মুখর পরিবেশে সকাল ১১টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়। সকাল থেকে এতে লোকজন আসতে থাকেন।

এই ঈদমেলায় ৭৫টিরও বেশি পোশাক, গহনা, মেহেদি, খেলনা ও সুস্বাদু দেশী খাবারের স্টল ছিল। বাচ্চাদের জন্য ফেস পেইন্টিংসহ ছবি আঁকার সুযোগ ছিলো। অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে বেশিরভাগই ছিলো বাংলাদেশী নারী উদ্যোক্তাদের।

অজি বাংলা সিস্টারহুড এর প্রতিষ্টতা জান্নাত ফেরদৌস এই মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।
Aussie Bangla Sister Hood Eid Mela-2025
সিডনির লিভারপুলে অজি বাংলা সিস্টারহুডের উদ্যোগে আয়োজিত ঈদমেলায় পোশাক, গহনা, মেহেদি, খেলনা ও সুস্বাদু দেশী খাবারের স্টল ছিল। বাচ্চাদের জন্য ফেস পেইন্টিংসহ ছবি আঁকার সুযোগ ছিলো। অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে বেশিরভাগই ছিলো বাংলাদেশী নারী উদ্যোক্তাদের। Source: Supplied / Aussie-Bangla Sisterhood/Photolia/Photolia
অস্টেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশীরা স্বপরিবারে-স্ববান্ধবে এই ঈদ মেলা উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনায় ব্যস্ত সময় কাটান।

মেলায় খাবারের স্টলগুলোতে উল্লেখযোগ্য ভীড় ছিল। খুব কম সময়ের মধ্যে প্রত্যেকটা খাবারের স্টল সব আইটেম ‘সোল্ড আউট’ ঘোষণা করে।

সিডনির বাইরের শহরগুলি থেকেও অনেক অতিথি এই মেলায় উপস্থিত হন।

প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share
Published 13 March 2025 5:04pm
Updated 13 March 2025 5:39pm
By SBS Bangla
Source: SBS

Share this with family and friends