ড. লায়লা আরজুমান বলেন, “ক্যান্সার একটি মরণব্যাধি, যা সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিল দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সফলতার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার প্রচার ও প্রসারের লক্ষ্যে আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত।”
সিডনির ইপিং পাবলিক স্কুলে সকাল নয়টার দিকে অনুষ্ঠান শুরু হয় এবং বেলা দুইটা পর্যন্ত এর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন চেয়ার অব ক্যান্সার কাউন্সিল এন-এস-ডব্লিউ অ্যান্ড ডাইরেক্টর অব ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড অ্যাডভোকেসি আনিতা ডেসেইক্স।
এতে আরও উপস্থিত ছিলেন মি. জেরোম লেকজেল এমপি, হর্নসবি সিটি কাউন্সিলের মেয়র অনারেবল ফিলিপ রাডক এও, কাউন্সিলর শ্রীনি পিল্লামোরি; সিটি অব প্যারামাটার কাউন্সিলর ক্যামেরন ম্যাক্লান-সব কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে ক্যান্সার সারভাইভর মারশেকা সারওয়ার তার জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষের দিকে স্বেচ্ছাসেবীদেরকে উদয় ইনক-এর পক্ষ থেকে সনদ প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি