Feature

উদয় ইনকের উদ্যোগে অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ অনুষ্ঠিত

গত রবিবার, ১২ মে, ২০২৪ সিডনির ইপিং পাবলিক স্কুলে উদয় ইনক-এর উদ্যোগে অস্ট্রেলিয়ার ‘বিগেস্ট মর্নিং টি’ উদযাপিত হয়েছে। অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলের কাছে এর মাধ্যমে সংগৃহীত অনুদান হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই সংগঠনটির প্রেসিডেন্ট ড. লায়লা আরজুমান।

Udoi Inc.jpeg

উদয় ইনক-এর প্রেসিডেন্ট ড. লায়লা আরজুমান বলেন, “ক্যান্সার একটি মরণব্যাধি, যা সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিল দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সফলতার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার প্রচার ও প্রসারের লক্ষ্যে আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত।” Source: Supplied / Udoy Inc.

ড. লায়লা আরজুমান বলেন, “ক্যান্সার একটি মরণব্যাধি, যা সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিল দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সফলতার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার প্রচার ও প্রসারের লক্ষ্যে আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত।”

সিডনির ইপিং পাবলিক স্কুলে সকাল নয়টার দিকে অনুষ্ঠান শুরু হয় এবং বেলা দুইটা পর্যন্ত এর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন চেয়ার অব ক্যান্সার কাউন্সিল এন-এস-ডব্লিউ অ্যান্ড ডাইরেক্টর অব ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড অ্যাডভোকেসি আনিতা ডেসেইক্স।

এতে আরও উপস্থিত ছিলেন মি. জেরোম লেকজেল এমপি, হর্নসবি সিটি কাউন্সিলের মেয়র অনারেবল ফিলিপ রাডক এও, কাউন্সিলর শ্রীনি পিল্লামোরি; সিটি অব প্যারামাটার কাউন্সিলর ক্যামেরন ম্যাক্লান-সব কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তি।

অনুষ্ঠানে ক্যান্সার সারভাইভর মারশেকা সারওয়ার তার জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষের দিকে স্বেচ্ছাসেবীদেরকে উদয় ইনক-এর পক্ষ থেকে সনদ প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

Share
Published 20 May 2024 1:57pm
Updated 20 May 2024 3:45pm
By Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends