গত ২৪ ঘন্টায় ভিক্টোরিয়ায় ১৬ জন নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। গত দুইমাসের মধ্যে শেষ ছয়দিন ধরে এই সংক্রমণ দু'অঙ্কের ঘরে শনাক্ত হচ্ছে।
এই ১৬ জনের মধ্যে ৬ জন পরিচিতদের মধ্যে থেকে, চার জন হোটেল কোয়ারান্টিনে, পাঁচজন রুটিন টেস্টিংয়ে শনাক্ত হয়েছেন এবং একজনের বিষয় তদন্তাধীন আছে বলে জানান রাজ্যের হেলথ মিনিস্টার জেনি মিকাকোস।
অস্ট্রেলিয়ান হেলথ প্রটেকশন প্রিন্সিপাল কমিটি (AHPPC ) অস্ট্রেলিয়ানদের ভিক্টোরিয়ার করোনা ভাইরাস হটস্পটগুলো থেকে বাইরে না যেতে বা ভেতরে না প্রবেশ করতে অনুরোধ করার পরই এই তথ্য জানা গেছে।
AHPPC-তে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার, যেখানে সকল স্টেট এবং টেরিটোরির চিফ হেলথ অফিসাররা উপস্থিত ছিলেন।
ভিক্টোরিয়া সরকার ছয়টি স্থানীয় সরকার এলাকাকে হটস্পট বলে তালিকা করেছেন যেখানে আছে হিউম, ক্যাইসি, ব্রিমব্যাংক, মোরলান্ড, কার্ডিনিয়া এবং ডেরেবিন এলাকা। মিজ মিকাকোস বলেন, "আমাদের ৫০টি টিম আজ থেকে ঘরে ঘরে যাবে। অফিসাররা ব্রিমব্যাংক এবং কার্ডিনিয়া থেকে শুরু করবে, তারা যে পাবলিক হেলথ অফিসার এটা পরিষ্কারভাবে বোঝা যাবে। তারা কমিউনিটির হটস্পটগুলোতে আরো তথ্য এবং পরামর্শ দেবে।"
A map showing the coronavirus hotspots in Victoria as identified by the state's health department. Source: Victorian Department Of Health And Human Services
মিজ মিকাকোস সকল ভিক্টোরিয়ানদের আহবান জানান তারা যাতে ঐসব হটস্পটগুলো এড়িয়ে চলেন এবং পাবলিক হেলথ পরামর্শ মেনে চলেন।
তিনি বলেন, "আপনার এলাকা ঐসব হটস্পটের ভেতর পড়েনি তাতে মনে করবেন না যে আপনার এলাকা ঝুঁকিমুক্ত, এবং সকলেরই উচিৎ পাবলিক হেলথ পরামর্শ অনুযায়ী ভালো ভাবে নিয়ম মেনে চলা। "
মিজ মিকাকোস জানান রাজ্যের নতুন শনাক্তরা আলবানভেল প্রাইমারি স্কুলের সাথে সম্পর্কিত যেখানে দুজন শিক্ষকও সংক্রমিত হয়েছেন।রিজার্ভর এলাকায় নিউ বিগিনিং নার্সারিতে একজন শিশুর টেস্ট পজেটিভ আসার প্রেক্ষিতে সেটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে ভালো করে পরিষ্কার করার জন্য।
Victorian Health Minister Jenny Mikakos addresses the media Source: AAP
নর্থল্যান্ড শপিং সেন্টারের এইচ এন্ড এম রিটেল স্টোরে দুজন নতুন শনাক্ত হয়েছে।
ভিক্টোরিয়া রাজ্যের পরিস্থিতিকে 'ওয়েক আপ কল' বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন এটা মনে করার কোন যুক্তি নেই যে কোভিড ১৯ চলে গেছে।
তিনি বলেন, "অস্ট্রেলিয়া বিশ্বের অনেক দেশের তুলনায় করোনাভাইরাস মোকাবেলায় অনেক ভালো অবস্থানে আছে। কিন্তু এতে আত্মপ্রসাদ লাভের সুযোগ নেই। "
"কোভিড কোনা জায়গাতেই নিঃশেষ হয়ে যায়নি, এটা এখনো বিদ্যমান এবং এখনো আমাদের কাবু করতে পারে। "
ভিক্টোরিয়ান চিফ হেলথ অফিসার ব্রেট সুটোন বলেন, "মাস দুয়েক আগেও মানুষ খুব ভালোভাবে নিয়ম মানতো, এখন আর তা করছে না।"
এদিকে ফেডারেল হেলথ ডিপার্টমেন্টের চিফ মেডিকেল অফিসার ডঃ ব্রেন্ডান মারফি বলেন ভিক্টোরিয়ার পরিস্থিতি চিন্তায় ফেলেছে, তবে স্টেট অথরিটির ওপর আমাদের বিশ্বাস আছে।
এদিকে ভিক্টোরিয়ান প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ একটি দৈনিকের প্রতিবেদন উল্লেখ করে তার ফেসবুক ভেরিফায়েড পেইজে করোনা টেস্ট করতে আসা ব্যক্তিদের আচরণ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন।
তিনি বলেন, দেখা যায় যে অনেকেই শপিং সেন্টারের ড্রাইভ থ্রু দিয়ে করোনা টেস্ট করিয়ে শপিং সেন্টারে ঘুরে বেড়ান যা কাম্য নয়। সকলেরই 'কমন সেন্স' ব্যবহার করতে হবে, আপনি যদি টেস্ট রেজাল্টের জন্য অপেক্ষা করেন তবে ঘরে অবস্থান করুন।
করোনাভাইরাস টেস্টিং পুরো অস্ট্রেলিয়া জুড়ে অব্যাহত আছে, আপনার যদি ফ্লু ধরণের উপসর্গ থাকে তবে টেস্টের জন্য আপনার ডাক্তারকে ফোন দিন বা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন 1800 020 080 এই নাম্বারে ফোন দিন।
আরো পড়ুন: