অস্ট্রেলিয়ায় কোভিড ১৯ এর প্রার্দুর্ভাবের পর সব কিছুর উপর এর প্রভাব পড়েছে। অর্থনীতি থেকে শুরু করে সব কিছুর নিয়ে একটা টালমাটাল পরিস্থিতিতে সরকার তাৎক্ষণিকভাবে এর জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে জনগণের দুর্ভোগ লাগবে আর্থিক সহায়তা দিয়েছে।এ দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এর অনেক কিছুর থেকে বঞ্চিত হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে আন্তর্জাতিক রাজনীতির কূটচাল। এক দেশ বলছে সে দেশের ছাত্ররা এই দেশে পড়তে আসবে কিনা তা দ্বিতীয় বার ভেবে দেখবে। অন্যদিকে সরকার আন্তর্জাতিক ছাত্রদের জন্য দেশের সীমান্ত খুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।বিদেশী ছাত্রদের অস্ট্রেলিয়ায় ফেরত আসতে সরকার অনেক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছে। এ নিয়ে এস বি এস বাংলার সঙ্গে কথা বলেছেন কোয়ালিফাইড এডুকেশন এজেন্ট মোহাম্মদ হোসেন , তিনি এবং তার প্রতিষ্ঠান বিদেশী ছাত্রদের এ দেশে পড়তে আসার সুযোগ করে দিচ্ছেন। মোহাম্মদ হোসেনের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।