মেলবোর্নের বাধ্যতামূলক কোভিড-১৯ ফেস মাস্ক নিয়মগুলো আরও শিথিল করা হয়েছে। সামাজিক জনসমাগমের ক্যাপও তুলে নেওয়া হয়েছে। এছাড়া, করা হচ্ছে।
রবিবার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ নিশ্চিত করেন যে, সবসময় অবশ্যই মাস্ক সঙ্গে রাখতে হবে এবং গণ-পরিবহনে, ইনডোর শপিং সেন্টারগুলোতে ও জনগণের ভীড়ে মাস্ক পরিধান করতে হবে।
তবে, রবিবার মধ্যরাত থেকে মেলবোর্নবাসী মাস্ক পরিধানের ক্ষেত্রে নিজেদের বিচার-বুদ্ধি কাজে লাগাতে পারবেন। কোন পরিস্থিতিতে ১.৫ মিটার জনদূরত্ব বজায় রাখা সম্ভব হবে কিনা সেটা তারা নিজেরাই ঠিক করবেন।
তিনি বলেন,
“মাস্ক একটি বড় ইনস্যুরেন্স পলিসি ছিল এবং এটি এ রকমই আছে।”
রবিবার মাঝ রাত থেকে মেলবোর্নের পরিবারগুলো অন্যান্য একাধিক পরিবার থেকে সর্বোচ্চ ৩০ জন পর্যন্ত অতিথিকে ঘরে আনতে পারবেন। ২০২১ সালের প্রারম্ভ থেকে কর্মক্ষেত্রের নিষেধাজ্ঞাগুলো শিথিল করার ঘোষণাও দেন মিস্টার অ্যান্ড্রুজ।
রবিবারের এসব ঘোষণার মাঝে, আদেশ দিয়েছে।
দু’জন আন্তর্জাতিক ভ্রমণকারী সিডনিতে আসার পর কোয়ারেন্টিনে যান নি। ধারণা করা হচ্ছে যে, তারা জার্মানি থেকে এসেছেন। তারা ভার্জিন ফ্লাইট VA838 এ আরোহন করেন এবং ফ্লাইটটি শনিবার ১.২৫ পিএম-এ মেলবোর্নে অবতরণ করে। এতে করোনাভাইরাসের ঝুঁকি দেখা দেয়।
ভিক্টোরিয়ার হেলথ মিনিস্টার মার্টিন ফলি বলেন, তাদের দু’জনের কোভিড-১৯ টেস্ট রেজাল্ট নেগেটিভ এসেছে।
তিনি বলেন, এই দু’জন আন্তর্জাতিক ভ্রমণকারীর পরবর্তী টেস্টের রেজাল্ট নেগেটিভ না আসা পর্যন্ত, যে-সম্পর্কে আমরা ইতিবাচক ধারণা রাখি, দুর্ভাগ্যজনকভাবে, সেই বিমানটির ১৭৬ জনের বেশি আরোহীকে … সেল্ফ আইসোলেশনে যেতে হবে।”সিডনিতে তারা দু’জন কীভাবে কোয়ারেন্টিন এড়িয়ে যেতে পারলেন তা নিয়ে তদন্ত করছে ফেডারাল এবং স্টেট কর্তৃপক্ষ।
Virgin Airways Source: AAP
ভিক্টোরিয়ায় রবিবার পর্যন্ত ৩৭ দিন অতিবাহিত হয়েছে স্থানীয়ভাবে সংক্রমিত কোনো করোনাভাইরাস কেস ছাড়া।
তবে, মিস্টার অ্যান্ড্রুজ সবাইকে কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি বলেন,
“এটি এখনও শেষ হয় নি। এটি আবারও ফিরে আসতে পারে।”
“আজ আমরা যেখানে কিছু বড় পদক্ষেপ নিতে পারছি, স্বাভাবিকের দিকে নয়, তবে একটি কোভিড-নিরাপদ গ্রীষ্মের দিকে; আমাদেরকে সতর্কতা বজায় রাখতে হবে এবং আমাদেরকে নিজের ভূমিকা পালন করতে হবে।”
সোমবার থেকে মেলবোর্নে আন্তর্জাতিক যাত্রীদেরকে গ্রহণ করা হচ্ছে। সেজন্য, হোটেল কোয়ারেন্টিন প্রোগ্রাম পুনর্গঠিত করা হয়েছে এবং এতে পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীর লোকদেরকে কাজে লাগানো হচ্ছে।
সোমবার, মেলবোর্ন এয়ারপোর্টে কলম্বো, দোহা, হংকং এবং সিংগাপুর থেকে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট আসার কথা রয়েছে।
আগমনকারী আন্তর্জাতিক যাত্রীদের দৈনিক ক্যাপ (সর্বোচ্চ সংখ্যা) প্রাথমিকভাবে ১৬০ জন নির্ধারিত করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন।
আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।
আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।