গত শনিবার ২০ মে ২০২৩, সিডনির ক্যাম্পবেলটাউন এলাকায় এ-বি স্ট্রিট লাইব্রেরীর ১৩ নম্বর লাইব্রেরী বাক্সটি উদ্বোধন করা হয়। প্রবাসী সাংবাদিক নাইম আব্দুল্লাহ এবং লেখক ইসহাক হাফিজ এটির উদ্বোধন করেন।
দ্রুততম সময়ের মধ্যে একশ'টি লাইব্রেরী বাক্স স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করছেন সংগঠনটির সভাপতি কামাল পাশা এবং সাধারণ সম্পাদক আশিক রহমান অ্যাশ।
এসবিএস বাংলার সঙ্গে তাঁদের পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।