বাংলাদেশী অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদেরকে সহায়তা করতে চায় এবিবিএফ

Abdul Khan Ratan.jpeg

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম বা এবিবিএফ এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আব্দুল খান রতন বলেন, অর্থনীতির এই টানাপোড়েনের সময়টিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদের কেউ কেউ ভাল আছেন আবার কেউ কেউ ভাল নেই। Credit: Abdul Khan Ratan/ABBF

গত এক বছরে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া বা আর-বি-এ ঘন ঘন সুদের হার বাড়িয়েছে। ব্যবসা-বাণিজ্যে এবং দৈনন্দিন জীবনে এর প্রভাব লক্ষ করা যাচ্ছে। বাংলাদেশী অস্ট্রেলিয়ান ব্যবসায়ীরা এই পরিস্থিতিতে কেমন আছেন? এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম বা এবিবিএফ এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আব্দুল খান রতন।


আব্দুল খান রতনের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share