অনলাইনে মাইক্রো-বিজনেস চালানোর উপায়

online business

A woman is preparing a package for delivery to clients. Source: Getty Images/filadendron

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর সময়টিতে টিকে থাকার জন্য অস্ট্রেলিয়ার বহু মাইক্রো-বিজনেস নতুন ডিজিটাল স্ট্রাটেজি অবলম্বন করতে বাধ্য হয়েছে।


অস্ট্রেলিয়ায় মাইক্রো এবং ছোট ছোট ব্যবসায়ীদের জন্য আর্থিক সহায়তা এবং ফ্রি মনিটরিং সেবা লাভের সুযোগ রয়েছে সরকারি-অর্থায়নকৃত New Enterprise Incentive Scheme বা NEIS প্রোগ্রামে। এই প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে নতুন উদ্যোক্তারা প্রথম ১২ মাসের জন্য বিনামূল্যে মনিটরিং সার্ভিস পান এবং ব্যবসা-কার্যক্রমের প্রথম ৩৯ সপ্তাহ পর্যন্ত আর্থিক সহায়তা পান।

বিদ্যমান মাইক্রো-বিজনেসগুলো, যেগুলো কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোও ব্যবসা চালানোর জন্য NEIS থেকে সহায়তা নিতে পারে।

আর, যারা পার্ট-টাইম চুক্তিতে কাজ করেন, যারা সপ্তাহে ২৫ ঘণ্টা পর্যন্ত কাজ করেন, তারাও যদি নিজের ব্যবসা শুরু করতে চান, তাহলে NEIS থেকে সহায়তা গ্রহণ করতে পারবেন।

NEIS প্রভাইডাররা স্থানীয়। আপনি এমপ্লয়েবিলিটি স্কিলস ট্রেইনিং কিংবা ফাইনান্সিয়াল হেল্প টু হায়ার নিউ স্টাফ ট্রেইনিংও করতে পারেন।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .


Share