অস্ট্রেলিয়াতে এই প্রথম করোনা ভাইরাসে একজনের মৃত্যু
The first Australian to die from coronavirus passed away at Perth's Sir Charles Gairdner Hospital. Source: SBS
পার্থের একজন বৃদ্ধা করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। করোনা ভাইরাস এ অস্ট্রেলিয়াতে এই প্রথম একজন মারা গেল। কর্তৃপক্ষ বলছে, দেশজুড়ে এই ভাইরাস এ আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। Western Australia's Chief Health Officer রোববার এই মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন পার্থের হাসপাতালে সকালে ওই ব্যাক্তি মারা গেছে । ওই ব্যাক্তিকে ১০ দিন আগে করোনা ভাইরাস এ আক্রন্ত বলে শনাক্ত করার পর আলাদা করে রাখা হয়েছিল Northern Territory র Howard Springs এ। ক্রজ শিপ Diamond Princess এ যাত্রী ছিল ওই ব্যাক্তি এবং জাপান কোয়ারেন্টাইন পর অস্ট্রেলিয়াতে আনা হয়। ৭৮ বছর বয়েসী পার্থের ওই ব্যাক্তি মারা যান Sir Charles Gairdner Hospital করোনা ভাইরাস COVID-19 এ সংক্রমিত হয়ে। প্রতিবেদনটি শুনতে উপরের লিংকটিতে ক্লিক করুন
Share