করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে সরকার চাইল্ড কেয়ার সেন্টারগুলোকে এসেন্সিয়াল সার্ভিসের আওতায় রেখেছে। যে সব অভিভাবকরা কাজে যান তাদের সন্তানদের দেখভালের জন্য সরকার এই ব্যাবস্থা রেখেছেন। কিন্তু সেখানে শিশুরা কি নিরাপদ। এ প্রসঙ্গে এস বি এস বাংলার সঙ্গে কথা বলেছেন সায়রা মির্জা ,আর্লি চাইল্ডহুড এডুকেটর ,ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির আর্লি লার্নিং সেন্টার ,হক্সবেরি। সায়রা মির্জার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।