মাইগ্রেশন এজেন্ট অ্যালেসডেয়ার ডোগাল এবং কেস ম্যানেজার মোতাসিম বিল্লাহর সাক্ষাৎকার শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন সিস্টেম: সলিসিটর অ্যালেসডেয়ার ডোগাল এবং মোতাসিম বিল্লাহর সাক্ষাৎকার
Solicitor Mr Alasdair Dougall (L) and Mr Motasim Billah (M). Source: SBS Bangla
অস্ট্রেলিয়ায় প্রতিবছর প্রচুর সংখ্যক লোক আগমন করেন স্থায়ী এবং অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে। শিক্ষার্থী ভিসা, পর্যটক ভিসা এবং অন্যান্য কর্ম ভিসা ছাড়াও অনেকেই এখানে স্থায়ীভাবে বসবাস করতে চান এবং স্থায়ী অভিবাসন করতে চান। অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন সিস্টেম ও এর ভবিষ্যত নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন প্যারিশ পেশেন্স ইমিগ্রেশন ল’ইয়ারস এর সলিসিটর ও মাইগ্রেশন এজেন্ট অ্যালেসডেয়ার ডোগাল এবং কেস ম্যানেজার মোতাসিম বিল্লাহ।
Share