"লাইফস্টাইলের কারণেই অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকিতে আছে"

Dr Aziz Rahman.jpg

Prof. Dr. Aziz Rahman is a public health expert and medical doctor. Credit: Dr. Aziz Rahman

Get the SBS Audio app

Other ways to listen


Published 15 February 2023 12:40pm
By Shahan Alam
Source: SBS

Share this with family and friends


অধ্যাপক ডাঃ আজিজ রহমান একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মেডিকেল ডাক্তার। তিনি বর্তমানে ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে রিসার্চ এডভাইজার এবং জনস্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। অতি সম্প্রতি ডাঃ আজিজ জনস্বাস্থ্যের অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন এবং তিনিই অস্ট্রেলিয়াতে বাংলাদেশি বংশোদ্ভুত প্রথম জনস্বাস্থ্যের অধ্যাপক।


অধ্যাপক ডাঃ আজিজ অস্ট্রেলিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ দিন থেকে জনস্বাস্থ্য গবেষণা, প্রোগ্রাম এবং একাডেমিক হিসেবে কাজ করছেন। বিশেষত তিনি অসংক্রামক রোগ প্রতিরোধ, ধূমপান, মানসিক স্বাস্থ্য, অস্ট্রেলিয়ার মাইগ্রান্ট কমিউনিটি এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য নিয়ে গবেষণায় নেতৃত্ব দিয়ে আসছেন।

ডাঃ রহমান এসবিএস বাংলার সাথে কথা বলেছেন জনস্বাস্থ্য নিয়ে পড়াশোনা, পেশা, এবং অস্ট্রেলিয়ায় এতে কাজের সুযোগ এবং অস্ট্রেলিয়ার অভিবাসী এবং বাংলাদেশি কমিউনিটির জনস্বাস্থ্য বিষয়ে।

অধ্যাপক ডাঃ আজিজ রহমানের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার 
সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share