সামাজিক মাধ্যমে করোনাভাইরাসের অতিরিক্ত তথ্য অভিবাসী নারীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছে: ডাঃ আজিজ রহমান

Migrants in Australia

We want temporary visa holders back in Australia ‘as soon as possible’ says Immigration Minister Alex Hawke Source: AAP

২০২০ সালের মার্চের শুরু থেকে বহু অস্ট্রেলিয়ান করোনাভাইরাস মহামারী দ্বারা শারীরিক ও মানসিকভাবে প্রভাবিত হয়েছে। অস্ট্রেলিয়ার অভিবাসী ও স্থানীয়দের মধ্যে কোভিড ১৯ মহামারী কি ধরনের মানসিক প্রভাব বিস্তার করেছে, এ নিয়ে দুইটি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে ।


এই গবেষণা দলের প্রধান গবেষক ডাঃ আজিজ রহমান একজন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি ফেডারেশন ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার পাবলিক হেলথ বিভাগের এসোসিয়েট প্রফেসর। তিনি এসবিএস বাংলাকে জানাচ্ছেন তাদের গবেষণা সম্পর্কে।
Dr Aziz Rahman
Dr Aziz Rahman Source: Dr Aziz Rahman
ডাঃ আজিজ রহমানের পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন 

আরও দেখুনঃ



 

 


Share