Kamrul Hossain Chowdhury Source: Facebook
অস্ট্রেলিয়াকে মৌন বাণিজ্য যুদ্ধ বন্ধ করে নতুন পথ খুঁজতে হবে - কামরুল চৌধুরী
Australia China Trade war Source: Imaginechina
কোভিড ১৯ এর মহামারীর পর থমকে গেছে পুরো বিশ্ব। স্থবির হয়ে পড়েছে ব্যাবসা বাণিজ্য। বন্ধ হয়েছে সীমান্ত। আমদানি রফতানি বাণিজ্যে ভাটা পড়েছে।অস্ট্রেলিয়ার অর্থিনীতিতে যাচ্ছে মন্দা ভাব। কোভিড ১৯ এর মহামারীর পর অস্ট্রেলিয়ার সাথে আন্তর্জাতিক বাণিজ্য কোন পর্যায়ে আছে জানতে এস বি এস বাংলা কথা বলেছে স্বনামধন্য ব্যাবসায়ী কামরুল চৌধুরী সাথে। তিনি ২০১৯ সালে Order of Australia Medal (OAM) পেয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি আমদানি রফতানি সহ বিভিন্ন ব্যাবসার সাথে জড়িত। আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রতিষ্ঠানের একটি সুখ্যাতি রয়েছে। কামরুল চৌধুরীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
Share