করোনাভাইরাস বৈশ্বিক বিপর্যয়ে মানুষ নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন।এর মধ্যে যোগ হয়েছে পারিবারিক সহিংসতার সমস্যা। এক সমীক্ষায় বলা হয়েছে এখন এই সমস্যা অনেকটাই বেশি। অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিদের সরকার বিভিন্নভাবে সেবা দিয়ে থাকে। কিন্তু এসব সেবা নেবার ক্ষেত্রে বৈচিত্রপূর্ণ সম্প্রদায়গুলোর মানুষ বেশি বাধার সম্মুখীন হয়। এস বি এস বাংলার সাথে এ নিয়ে কথা বলেছেন নির্মলা তালুকদার যিনি পেশায় একজন আইনজীবী।সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
Nirmalya Talukder , Solicitor and Barrister Source: Supplied