ভিসিইতে একাদশ এবং দ্বাদশ বর্ষের শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা কোর্সটি ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ) দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুল (WRBS) এর মাধ্যমে পাঠদানের সুযোগ তৈরী করা হয়।
হপার্স ক্রসিং-এর গ্র্যাঞ্জ পি-১২ কলেজ ক্যাম্পাসে সাধারণত প্রতি রবিবার ভাষা ক্লাসটি নেয়া হয়। সময়ের সাথে সাথে এই কোর্সটি ১১ এবং ১২ উভয় বর্ষের জন্য ভিক্টোরিয়ান ল্যাঙ্গুয়েজ অফ স্কুল (ভিএসএল) এবং ট্রুগানিনা পি-৯ কলেজে শনিবার সকালের ক্লাসে নিয়মিত পাঠদান করা হয়।
কিন্তু ভাষাটিকে পাঠ্যক্রমের অংশ হিসেবে টিকিয়ে রাখতে শর্ত হচ্ছে যে প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা অন্তত ১৫ হতে হবে। তবে এই সংখ্যাটি ধরে রাখা সম্ভব হচ্ছে না।
ফলে ভিক্টোরিয়ান শিক্ষা বিভাগ এ বিষয়টি তুলে ধরেছে এবং যদি ২০২৫ সালে ইয়ার ১২ শিক্ষার্থীদের সংখ্যা ১৫ জনের মানদণ্ড পূরণ করা সম্ভব না হয় তাহলে তাদের পাঠ্যক্রম থেকে বাংলা বিষয়টি হারাতে হতে পারে।
এ বিষয়ে আমরা কথা বলেছি ভিবিসিএফের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের প্রিন্সিপাল তামান্না রুমিনের সাথে।
Young students of the Western Region Bengali School (WRBS) are seen attending Bangla language lessons. Credit: Western Region Bengali School (WRBS)
অস্ট্রেলিয়ায় বসবাসকারী আগামী প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য টিকিয়ে রাখতে ভিসিইতে বাংলা পাঠ্যক্রমের অন্তর্ভুক্তি চলমান রাখা তাই তাৎপর্যপূর্ণ।
ভিক্টোরিয়ার এডুকেশন ডিপার্টমেন্টও চায় ভিসিইতে বাংলা ভাষা থাকুক।
তবে তাদের শর্ত পূরণে এগিয়ে আসতে হবে বাংলাভাষীদেরই।
ভিবিসিএফের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের প্রিন্সিপাল তামান্না রুমিনের সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
আরও শুনুন
ভিসিইতে বাংলা ভাষাকে ধরে রাখতে সকলের সহযোগিতা চায় ভিবিসিএফ
SBS Bangla
13/12/202010:45
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।