করোনা ভাইরাস সংকটে বাংলাদেশে লকডাউন এর ফলে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।কোভিড-১৯ এর কারণে বাংলাদেশে আটকে পড়া বাংলাদেশী অস্ট্রেলিয়ান ও পার্মানেন্ট রেসিডেন্টদের ফিরিয়ে আনতে প্রাথমিক উদ্যোগ নিয়েছিল ক্যাম্পবেলটোন মাল্টিকালচারাল সোসাইটি। বাংলাদেশি কমিউনিটি এ্যাডভোকেট বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন ইনকের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি অস্ট্রেলিয়ার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে এ নিয়ে যোগাযোগ করেন । অবশেষে আগামী ১৬ এপ্রিল শ্রীলংকান এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে কিছু আটকে পড়া বাংলাদেশী অস্ট্রেলিয়ান ও পার্মানেন্ট রেসিডেন্ট মেলবোর্ন আসছেন। এস বি এস বাংলার কাছে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম । মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।