আজকের শীর্ষ খবর
- অবসরপ্রাপ্ত ভাড়াটিয়ারা পিছিয়ে পড়ছেন, যার ফলে গৃহহীন হওয়ার ঝুঁকিতে রয়েছেন অস্ট্রেলিয়ার অনেক নাগরিক।
- ১০ শতাংশ ফেডারাল নির্বাচনী এলাকায় প্রাপ্তবয়স্কদের যাদের কনসেশন কার্ড নেই, তাদের জন্য কোনো বাল্ক-বিলিং জিপি নেই।
- জাতিসংঘ বলছে যে, গাজায় আপাতত দুর্ভিক্ষ অনেকটাই ঠেকানো গেছে।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।