বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটি

Charles Darwin University and North South University sign a Memorandum of Understanding in Bangladesh

Seated left to right: Vice-Chancellor North South University, Professor Atiqul Islam; Vice-Chancellor Charles Darwin University, Professor Scott Bowman; Joint Secretary, SDG Affairs, Md. Monirul Islam. Credit: CDU Global

নর্দার্ন টেরিটরিতে অবস্থিত চার্লস ডারউইন ইউনিভার্সিটি (সিডিইউ) এবং বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।


গত ১২ মার্চে ঢাকায় এক অনুষ্ঠানে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হচ্ছে এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার সুযোগ, গবেষণার ফলাফল এবং শিক্ষার্থী ও শিক্ষকদের বিনিময় কর্মসূচির উন্নয়নে সহযোগিতার একটি কাঠামো প্রতিষ্ঠা করা।

এই অংশীদারিত্ব উদ্ভাবন এবং সৃজনশীলতাকে উৎসাহিত করবে, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এবং অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ সারা বিশ্বের সমাজের উন্নয়নে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্কট বাওম্যান বলেন, এই চুক্তি আন্তর্জাতিক সম্পর্ক ও বন্ধুত্ব বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, শিক্ষা দান ও গবেষণার ক্ষেত্রে একাডেমিক ও সাংস্কৃতিক বিনিময়ের বিকাশ ঘটাবে।

তিনি বলেন, 'আমাদের গবেষণা ও একাডেমিক কার্যক্রম জোরদার করতে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এনএসইউ'র সঙ্গে নতুন এই চুক্তি করতে পেরে সিডিইউ উচ্ছ্বসিত।“

তিনি বলেন, “সিডিইউতে বাংলাদেশ থেকে আসা অনেক শিক্ষার্থী পড়ালেখা করছে এবং তারা আমাদের কমিউনিটির গুরুত্বপূর্ণ সদস্য। একটি বিশ্ববিদ্যালয় হিসাবে বিদেশ থেকে আরও বেশি তরুণ যেন অস্ট্রেলিয়ায় তাদের শিক্ষার স্বপ্ন পূরণ করতে পারে এটা নিশ্চিত করা আমাদের জন্যে জরুরী।“

সিডিইউ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতার মধ্যে যৌথ ডিগ্রি, গবেষণা প্রকাশনা, স্বল্পমেয়াদী শিক্ষা-সফর এবং স্টাডি অ্যাব্রড কর্মসূচী অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় উপমহাদেশ জুড়ে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে আন্তর্জাতিক ছাত্র নিয়োগ বৃদ্ধি, ব্যবসায়িক সংযোগ বিকাশ এবং আবেদনকারীদের জন্য ভর্তি প্রক্রিয়াকে সহজতর করতে সহায়তা করবে।

সমঝোতা স্মারক প্রসঙ্গে সিডিইউ গ্লোবালের পরিচালক জোঅ্যান ক্রিস্টালের সঙ্গে কথা বলেছে এসবিএস বাংলা। তিনি জানান, “বাংলাদেশের শিক্ষা-পরিমণ্ডলে ভবিষ্যতে আরও বেশি ভূমিকা রাখার ইচ্ছা ও সম্ভাবনা রয়েছে চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের।“

তথ্যসূত্র: সিডিইউ মিডিয়া রিলিজ

সম্পূর্ণ প্রতিবেদন ও সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 
আমাদেরকে অনুসরণ করুন 

Share