২০১১ সালের অক্টোবরে সপরিবারে অস্ট্রেলিয়ায় অভিবাসন করেন বাংলাদেশের ওয়াহিদুজ্জামান হিমেল। ২০১৪ সাল থেকে তারা নিউ সাউথ ওয়েলসের রিজনাল শহর ওয়াগা ওয়াগায় বসবাস শুরু করেন।
ওয়াগা ওয়াগার অবস্থান সিডনি এবং মেলবোর্নের মাঝামাঝি দূরত্বে, বলেন হিমেল। এই শহরটিতে কাজের সুযোগ, চিকিৎসা-ব্যবস্থা, পড়াশোনা এবং সর্বোপরি সেখানকার আবহাওয়া নিয়ে বলেন তিনি।
তার মেয়ে মাইমুনা জামানের জন্ম ঢাকায়। ছোটবেলায় অস্ট্রেলিয়ায় চলে এলেও বাংলা বলতে পারেন। অস্ট্রেলিয়া ডে উপলক্ষে সম্প্রতি তিনি ওয়াগা ওয়াগা সিটি কাউন্সিল থেকে পেয়েছেন।
রোনাল্ড ম্যাকডোনাল্ড চ্যারিটি হাউজ, ওয়াগা ওয়াগা বইমেলা, ওয়াগা ওয়াগা বেজ হাসপাতাল-সহ বেশ কয়েকটি সংগঠনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন মাইমুনা। এছাড়া, স্থানীয় কারাতে ক্লাবে শিশুদেরকে কারাতে শেখানো এবং স্কুলে নেতৃত্বমূলক কার্যক্রমেও অংশগ্রহণ করেছেন তিনি।
মাইমুনা আজকাল ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস-এর মেডিসিন বিভাগে অধ্যয়ন করছেন। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি স্বেচ্ছাসেবামূলক কাজে জড়িত হওয়ার আহ্বান জানান।
ওয়াগা ওয়াগাতে বাংলাদেশীদের সংখ্যা খুব বেশি না হলেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে। এছাড়া, স্থানীয় লাইব্রেরিতে অনেক বাংলা বই রাখার ব্যবস্থা করা হয়েছে, বলেন হিমেল।
রিজনাল শহরে থাকার সুবিধা সম্পর্কে তিনি বলেন, “বড় শহরে না থেকে যারা একটু কোয়ালিটি লাইফ পেতে চান, পরিবারকে সময় দিতে চান, আমার মনে হয় রিজনাল শহরগুলো থাকার জন্য ভাল জায়গা।”
মাইমুনা জামানের জন্ম ঢাকায়। ছোটবেলায় অস্ট্রেলিয়ায় চলে এলেও বাংলা বলতে পারেন। অস্ট্রেলিয়া ডে উপলক্ষে সম্প্রতি তিনি ওয়াগা ওয়াগা সিটি কাউন্সিল থেকে ইয়াং সিটিজেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। Credit: Wahiduzzaman
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।