সিডনিতে গাড়ির ধাক্কায় একজন বাংলাদেশী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোক

Ismael One.jpeg

সিডনির ওয়ালি পার্কে গত ৭ অক্টোবর, ২০২৪ গাড়ির ধাক্কায় মারা গেছে ইসমাইল হোসেন নামের একজন বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থী। তার সম্পর্কে তার একজন বন্ধু বলেন, “সে খুব ভাল ছেলে। আমাদের বয়সী ছেলেদের যে-সব অ্যাটিচুড, মেন্টালিটি, পার্সোনালিটি থাকে, ভাল ছেলেদের সবগুলো গুণই ওর মধ্যে ছিল।” Credit: Supplied by Saimum Bin Shams via Facebook

সিডনির ওয়ালি পার্কে গত ৭ অক্টোবর, ২০২৪ গাড়ির ধাক্কায় মারা গেছে ইসমাইল হোসেন নামের একজন বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থী।


প্রদত্ত তথ্য অনুসারে, রবিবার রাত সাড়ে বারটার দিকে, অর্থাৎ, পঞ্জিকা অনুসারে সোমবার, ৭ অক্টোবর সিডনির ওয়ালি পার্কের কর্নেলিয়া স্ট্রিটে ইমার্জেন্সি সার্ভিস ডাকা হয়। বলা হয় যে, একটি গাড়ি একটি বাড়িতে ধাক্কা দিয়েছে।

বাড়িটির বাইরে সেই সময়ে এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। তার দেহে গাড়িটির ধাক্কা লেগেছে বলা হচ্ছে। তাৎক্ষণিকভাবে চেষ্টা করেও তার চেতনা ফিরিয়ে আনা যায় নি এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

তার নাম ইসমাইল হোসেন। বয়স ২৫ বছর। তার বন্ধু সোলায়মান কাজি নেওয়াজ বলেন, ২০২৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় এসেছিলেন ইসমাইল।

কমনওয়েলথ ব্যাংকের আইটি-তে কাজ করেন মোহাম্মদ মাহবুব মোর্শেদ। তিনি লাকেম্বায় বসবাস করেন। নিহত ইসমাইল হোসেনকে তিনি চিনতেন।

তার অকালে মৃত্যু সম্পর্কে মাহবুব মোর্শেদ বলেন,

“এটা তো অপূরণীয় ক্ষতি, তার ফ্যামিলির জন্য, আমাদের কমিউনিটির জন্য। আমাদের কমিউনিটির এখন সবাই আসলে শোকাচ্ছন্ন, তার এই লসের জন্য।”

নিহত ইসমাইলের আরেকজন বন্ধু সাইমুম বিন শামস বলেন,

“তার বাংলাদেশে অনেক বড় একটা রেস্টুরেন্ট ছিল। সে যখন অস্ট্রেলিয়াতে আসে, তখন তার খুব স্বপ্ন ছিল যে তখন পড়াশোনা শেষ করে সে একটা বড় একটা রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা ছিল তার এখানে।”

“খুবই অল্প সময়ের মধ্যে তার এই মৃত্যুকে আমরা কেউ মেনে নিতে পারছি না। এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক।”
গাড়িটির চালক ২৪ বছর বয়সী নাসির উদ্দিন নিহত ইসমাইল হোসেনের একজন বন্ধু ছিল। ঘটনাস্থল থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয় এবং বাধ্যতামূলক পরীক্ষণের জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে তাকে ক্যাম্পসি পুলিস স্টেশনে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সোমবার বিকেলে প্যারামাটা বেইল কোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। আগামী ১৫ অক্টোবর ২০২৪ তাকে আবার ব্যাংকসটাউন লোকাল কোর্টে যেতে হবে।

অভিযুক্ত নাসির উদ্দিনের আইনজীবি উপল আমীন বলেন,

“আমি just যেটা বলতে পারি, আপনার, মিস্টার নাসির উদ্দিনের নামে যে মামলা দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা Offence under the crimes act in NSW. এটা হচ্ছে An offence of negligent driving occasioning death.”

“এটা যথেষ্ট একটা সিরিয়াস চার্জ। এবং এটার ম্যাক্সিমাম পেনাল্টি, সর্বোচ্চ সাজা হচ্ছে আপনার ১৮ মাস জেল। ম্যাক্সিমাম পেনাল্টি। ultimately, অনেকে এই অফেন্সের জন্য জেল সেন্টেন্স পায়, অনেকে এই অফেন্সের জন্য জেল সেন্টেন্স ছাড়া অন্য একটা পেনাল্টি পায়, অনেকে আবার পুরোপুরি কনভিন্স করতে পারে কোর্টকে এই মামলাটা ডিসমিস করে দেওয়ার জন্য। So, bottom line is, এটা সিরিয়াস চার্জ। বাট উনার অনেক অপশন আছে।”

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share