করোনা ভাইরাস প্রতি মাসে দুই বার রূপ পাল্টাচ্ছে। তবে করোনার পরিবর্তিত রূপ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনার নতুন স্ট্রেইন নিয়ে অকারণে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ এটি প্রতি মাসেই কমপক্ষে ২ বার করে নিজেদের গঠন বৈশিষ্ট্য পাল্টাচ্ছে। আর এই মিউটেশনের জন্য উপসর্গ ও চিকিত্সা পদ্ধতিতে কোনও পরিবর্তন হচ্ছে না।বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, ট্রায়ালে থাকা সমস্ত ভ্যাকসিনই নতুন এই করোনার বিরুদ্ধের কার্যকরী হবে। এসবিএস বাংলার সাথে কথা বলেছেন মোল্লা হক , রিসার্চ ফেলো ইউনিভার্সিটি অফ মেলবোর্ন এবং একজন পরিসংখ্যানবিদ বা প্রাণ পরিসংখ্যানবিদ।তিন করোনা ভ্যাকসিন টীম এ কাজ করেছেন।মোল্লা হক এর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
Molla Huq ,scientist ,research fellow Source: Molla Huq