অস্ট্রেলিয়ায় কোভিড সংক্রমণ আবারও বাড়ছে, চতুর্থ ভ্যাকসিন দেয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

A COVID-19 testing center at the Gold Coast University hospital on the Gold Coast

Health experts ask eligible people to get fourth vaccine doses as concerns rise over COVID-19 sub-variants. Source: AAP

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় কোভিড সংক্রমণ ও এর ফলে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে ভর্তি বেড়ে যাওয়া ও স্বাস্থ্যকর্মীদের আইসোলেশানে যাওয়ার কারণে স্বাস্থ্যব্যবস্থার উপরেও চাপ পড়ছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়ার জন্যে। এ প্রসঙ্গে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন মেলবোর্নে বসবাসরত ফার্মাসিস্ট মিজ শরীফা শিউলি।


অস্ট্রেলিয়ান টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইম্যুনাইজেশান বা ATAGI জানিয়েছে এখন ৩০ বছরের বেশি বয়সীরা কোভিড-১৯ ভ্যাকসিনের চতুর্থ ডোজের টিকা নিতে পারবে।

অস্ট্রেলীয় সরকার অ্যাটাগি-র এই রিকমেন্ডেশান গ্রহণ করেছে এবং গত ১১ জুলাই থেকে ৩০ বছরের বেশি বয়সীদের জন্যে চতুর্থ ডোজের টিকা প্রদানের কার্যক্রম শুরু করেছে।

স্বাস্থ্যবিশেষজ্ঞরা নতুন আরেকটি কোভিড সংক্রমণের ঢেউ আশংকা করছেন। বিএ৪ এবং বিএ৫ নামের নতুন সাবভ্যারিয়েন্ট দুটি অতি মাত্রায় ছড়াতে পারে – এমনটাই দেখা যাচ্ছে।
যদিও এই ভ্যারিয়েন্টগুলো আগেরগুলোর মত প্রাণঘাতী নয়, কিন্তু বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকতে ও ভ্যাকসিন নিতে পরামর্শ দিচ্ছেন।

উল্লেখ্য, এই জুলাই মাসের শুরুতেই অস্ট্রেলিয়ায় কোভিডের কারনে সর্বমোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

এখনও প্রতি সপ্তাহে কোভিডের কারণে মৃত্যু হচ্ছে প্রায় ৩০০ ব্যক্তির।

অপরদিকে কোভিড ছড়িয়ে পড়ায় হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সংখ্যা কমে গেছে, এবং জরুরি বিভাগগুলোয় রোগিদের অপেক্ষার সময় আরও দীর্ঘ হচ্ছে।

শুধু নিউ সাউথ ওয়েলসেই কোভিডের কারণে বর্তমানে ২ হাজার ৭০০ এরও বেশি স্বাস্থকর্মী আইসোলেশানে রয়েছেন।
Melburnian pharmacist Ms Sharifa Shewly
মেলবোর্নে কর্মরত ফার্মাসিস্ট মিজ শরীফা শিউলি। Source: Sharifa Shewly
চতুর্থ ডোজের ভ্যাকসিনের অনুমোদন, নতুন কোভিড ঢেউ এবং স্বাস্থ্যব্যবস্থার উপরে চাপ- এ বিষয়গুলো নিয়ে এসবিএস বাংলা কথা বলেছে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত মেলবোর্নের বাসিন্দা মিজ শরীফা শিউলি-র সঙ্গে।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।


কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .



প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



আপনি যদি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 



অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 



এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

Share