দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া হয় না এই কথাটা আমরা প্রায় শুনি।দাঁতের যত্ন নিতে আমরা অনেকে অনীহা করি। কিন্তু দাঁতের যত্ন নেওয়াটা শরীরের অন্যানো অংশের মতো জরুরি। কোভিড ১৯ এর এই মহামারির সময়ে আমাদের যেমন নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেয়া জরুরি তেমনি ভাবে দাঁতের যত্ন নেয়া অবহেলা করা উচিত নয়। বিশেষ করে অভিবাবকদের তাদের শিশুদের দাঁতের প্রতি বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।দাঁতের যত্ন ও আমাদের করণীয় ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন দন্ত চিকিৎসক ডাক্তার নাহিদ সায়মা। ডাক্তার নাহিদ সায়মা,সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।