“একটা রিডার্স সোসাইটি গড়ে তোলার উদ্দেশ্যে কাজ করছে বাতিঘর”: দীপঙ্কর দাশ

Cover Dipankar Das 2.jpeg

বাংলাদেশের বাতিঘর প্রকাশনীর কর্ণধার দীপঙ্কর দাশ। Source: SBS

২০০৫ সালে চট্টগ্রামে মাত্র একশত বর্গফুট জায়গা নিয়ে শুরু হওয়া বইয়ের দোকান ‘বাতিঘর’ এই মুহুর্তে দেশের অন্যতম বৃহৎ একটি প্রকাশনীও বটে। বাতিঘরের কর্ণধার দীপঙ্কর দাশ সম্প্রতি অস্ট্রেলিয়া ভ্রমণে এসেছিলেন। এসবিএস বাংলার মেলবোর্ন স্টুডিওতে বসে তিনি আমাদের জানালেন বাংলাদেশের প্রকাশনা জগতের বিভিন্ন দিক ও বাতিঘর নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে।


আজকের বাতিঘরের যাত্রা শুরু হয়েছিলো প্রায় কুড়ি বছর আগে, বড় একটি স্বপ্ন নিয়ে। চট্টগ্রামে মাত্র একটি দোকান দিয়ে শুরু, এই মুহূর্তে বাংলাদেশের চারটি প্রধান শহরে রয়েছে বাতিঘরের ছোট-বড় অনেকগুলো শাখা।

সেই সাথে ২০১৬ সাল থেকে পুরোদমে বাতিঘর প্রবেশ করেছে বই প্রকাশনার জগতেও। গত আট বছরে বাতিঘর প্রকাশনী থেকে এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে প্রায় সাড়ে তিনশত বই।
Body Photo.jpeg
অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে দীপঙ্কর দাশ। Source: SBS
এর কর্ণধার দীপঙ্কর দাশ এসবিএস বাংলাকে জানালেন, লেখকদের সঙ্গে বই বিষয়ক চুক্তি এবং সম্পাদনা বিভাগ রাখার ব্যাপারে বিশেষ যত্নশীল বাতিঘর প্রকাশনী। সেইসাথে প্রবাসী পাঠকদের কথা মনে রেখে ভবিষ্যতে ইবুক এবং অডিও-বুকের চিন্তাও মাথায় রয়েছে তাঁর।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।

Share