সুহান রিজওয়ান বলেন, "হাতে গোনা কিছু প্রকাশনী ছাড়া বাকিদের মধ্যে এখনও পেশাদারিত্ব গড়ে ওঠেনি"

Book Fair Draws Huge Crowd - Dhaka

Thousands of people gather at the ''Amar Ekushey Book Fair'' on a public holiday at Suhrawardy Uddyan, in Dhaka, Bangladesh, February 23, 2024. The Amar Ekushey Book Fair is a month-long event in Dhaka, Bangladesh that takes place in 2024 from February 1–29. The fair is held at the Bangla Academy premises and Suhrawardy Udyan. Photo by Suvra Kanti Das/ABACAPRESS.COM. Source: AAP / Suvra Kanti Das/ABACA/PA/Alamy

তরুণ লেখক সুহান রিজওয়ানের চতুর্থ উপন্যাস ‘মুখোশের দিন বৃষ্টির রাত’ প্রকাশিত হয়েছে ২০২৪ সালের অমর একুশে বইমেলায়। এসবিএস বাংলার ঢাকা প্রতিনিধি আলী হাবিবের সঙ্গে কথা বলেছেন তিনি। এখানে থাকছে সাক্ষাৎকারের শেষ পর্ব।


পেশায় প্রকৌশলী হলেও এখন পুরোদস্তুর লেখক হিসেবে সুপরিচিত সুহান রিজওয়ান।

চট্টগ্রামে জন্ম নেওয়া  এই তরুণ পড়াশোনা করেছেন ঢাকায়। কিছুদিন তিনি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগে কাজ করেছেন। তবে এখন সম্পূর্ণ মনোনিবেশ করেছেন লেখালেখিতেই।
Book Cover.jpg
'মুখোশের দিন বৃষ্টির রাত' বইয়ের প্রচ্ছদ। Source: Supplied / Shuhan Rizwan
অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে এসবিএস বাংলার ঢাকা প্রতিনিধি আলী হাবিবের সঙ্গে কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারের শেষ পর্বে তিনি আলোচনা করেছেন বইমেলা বিষয়ে তাঁর মূল্যায়ন এবং বাংলাদেশের প্রকাশনা জগতের বর্তমান পরিস্থিতি নিয়ে।  

সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন: 

Share