লুনা রুশদী সাহিত্যচর্চার সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে। স্বনামধন্য ও জনপ্রিয় অনেক পত্রপত্রিকায় অনেকদিন ধরেই তাঁর বিভিন্ন লেখা প্রকাশিত হয়ে আসছে।
এবারের অমর একুশে বইমেলায় একই সাথে প্রকাশিত হলো তাঁর দুটি উপন্যাস। একটির নাম ‘আর জনমে’, অন্যটি ‘বইবাহিক’।
'আর জনমে' বইয়ের প্রচ্ছদ। Source: Supplied / Luna Rushdi
এখানে থাকছে তাঁর সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। এই পর্বে তিনি কথা বলেছেন বইমেলা নিয়ে তাঁর স্মৃতি এবং লেখালেখির শুরু নিয়ে।
সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।