কমিক্সের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কাজ করছে 'ঢাকা কমিক্স'

Dhaka Comics stall at Ekushey Boimela 2024

অমর একুশে বইমেলা ২০২৪-এ ঢাকা কমিক্সের বিক্রয়-কেন্দ্র। Source: Supplied / Mehedi Haque

Get the SBS Audio app

Other ways to listen


Published 1 March 2024 9:27am
By Ali Habib, Tareq Nurul Hasan
Source: SBS

Share this with family and friends


বাংলা ভাষার মৌলিক কমিক্স বিশ্বময় ছড়িয়ে দেয়ার উচ্চাশা নিয়ে কাজ করে চলেছে বাংলাদেশের কমিক্স প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঢাকা কমিক্স’। ২০১৩ সালে যাত্রা শুরু করে সাফল্যের সাথে দশ বছর পথ চলা পূর্ণ করেছে তারা।


ঢাকা কমিক্সের এই দশ বছরের পথ চলা নিয়ে এই প্রতিষ্ঠানের প্রকাশক ও কার্টুনিস্ট মেহেদী হকের সাথে কথা বলেছেন এসবিএস বাংলার ঢাকা প্রতিনিধি আলী হাবিব।

আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় ও শেষ পর্ব।
Book Cover 2 Dhaka Comics
ঢাকা কমিক্সের প্রকাশিত কয়েকটি বইয়ের প্রচ্ছদ। Source: Supplied / Mehedi Haque
এই পর্বে তিনি কথা বলেছেন ঢাকা কমিক্স-এর বর্তমান কাজের ধরন এবং এই প্রতিষ্ঠান নিয়ে তাঁর ভবিষ্যৎ পরকল্পনা সম্পর্কে।

সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন:

Share