“নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা আমাকে অনেক বেশি প্রভাবিত করেছিল”: লুনা রুশদী

Boibahik by Luna Rushdi

২০২৪ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মেলবোর্ন-ভিত্তিক লেখক লুনা রুশদীর উপন্যাস বইবাহিক। Source: Supplied / Luna Rushdi

২০২৪ সালের অমর একুশে বইমেলায় দুটি বই প্রকাশিত হয়েছে মেলবোর্ন-ভিত্তিক লেখক লুনা রুশদী-র। এসবিএস বাংলার সাথে আলাপচারিতায় তিনি কথা বলেছেন তাঁর লেখালেখির জগৎ নিয়ে।


লুনা রুশদী সাহিত্যচর্চার সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে। স্বনামধন্য ও জনপ্রিয় অনেক পত্রপত্রিকায় অনেকদিন ধরেই তাঁর বিভিন্ন লেখা প্রকাশিত হয়ে আসছে।

এবারের অমর একুশে বইমেলায় একই সাথে প্রকাশিত হলো তাঁর দুটি উপন্যাস। একটির নাম ‘আর জনমে’, অন্যটি ‘বইবাহিক’।

প্রকাশিত বই ও তাঁর লেখালেখির জগৎ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন তিনি।
Cover_Luna Rushdi_Boibahik.jpg
লুনা রুশদী-র লেখা বইবাহিক উপন্যাসের প্রচ্ছদ। Source: Supplied / Luna Rushdi
এখানে থাকছে তাঁর সাক্ষাৎকারের প্রথম পর্ব।

এই পর্বে তিনি কথা বলেছেন তাঁর উপন্যাস দুটির প্রেক্ষাপট এবং লেখালেখির অনুপ্রেরণা নিয়ে।

সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন: 

Share