পেশায় প্রকৌশলী হলেও এখন পুরোদস্তুর লেখক হিসেবে সুপরিচিত সুহান রিজওয়ান।
চট্টগ্রামে জন্ম নেওয়া এই তরুণ পড়াশোনা করেছেন ঢাকায়। কিছুদিন তিনি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগে কাজ করেছেন; তবে এখন সম্পূর্ণ মনোনিবেশ করেছেন লেখালেখিতেই।
২০২৪ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর চতুর্থ উপন্যাস 'মুখোশের দিন বৃষ্টির রাত'।
লেখক সুহান রিজওয়ানের চতুর্থ উপন্যাস প্রকাশিত হয়েছে ২০২৪ সালের অমর একুশে বইমেলায়। Source: Supplied / Shuhan Rizwan
সাক্ষাৎকারের এই পর্বে তিনি আলোচনা করেছেন তাঁর লেখালেখির জগত ও ঐতিহাসিক উপন্যাস লেখার প্রেক্ষাপট নিয়ে।
সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।