লুনা রুশদী সাহিত্যচর্চার সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে। স্বনামধন্য ও জনপ্রিয় অনেক পত্রপত্রিকায় অনেকদিন ধরেই তাঁর বিভিন্ন লেখা প্রকাশিত হয়ে আসছে।
এবারের অমর একুশে বইমেলায় একই সাথে প্রকাশিত হলো তাঁর দুটি উপন্যাস। একটির নাম ‘আর জনমে’, অন্যটি ‘বইবাহিক’।
প্রকাশিত বই ও তাঁর লেখালেখির জগৎ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন তিনি।
এখানে থাকছে তাঁর সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্ব। এই পর্বে তিনি কথা বলেছেন তাঁর পছন্দের লেখক এবং নিজের লেখালেখি বিষয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।
সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।