“ইন্ডিয়ান ছবির কথা আমরা যখন ভাবি, আমার তো মনে হয় সত্যজিৎ রায়ের থেকে বোধহয় বড় নাম আর কেউ নেই”

IPCFA Exports-99.jpg

সিডনিতে গত ৯ থেকে ১১ আগস্ট, ২০২৪ অনুষ্ঠিত হয় ইনডিয়ান প্যারালাল সিনেমা ফেস্টিভাল অব অস্ট্রেলিয়া (IPCFA)। এর অন্যতম আয়োজক ড. সুরজিৎ তরফদার বলেন, “আমার মনে হয় যে, গুড মিউজিক, গুড আর্ট, গুড সিনেমা, গুড বুকস, এগুলোই হলো বেসিক্যালি ব্রেনের খাদ্য।” Source: Supplied / Alex Laycock / IPCFA

সিডনিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ইনডিয়ান প্যারালাল সিনেমা ফেস্টিভাল অব অস্ট্রেলিয়া (IPCFA)। এর অন্যতম আয়োজক ড. সুরজিৎ তরফদার কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


ইনডিয়ান ডক্টরস ইন অস্ট্রেলিয়া প্রতিষ্ঠিত হয় ২০২১ সালে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিলেও এবারই প্রথম তারা চলচ্চিত্র উৎসবের আয়োজন করে।

বাংলাদেশী বংশোদ্ভূত ড. সুরজিৎ তরফদার বলেন, IPCFA এর প্রথম আয়োজনে তার সঙ্গে ছিলেন ড. রাজিব রতন, ড. প্রসূন দত্ত এবং ড. শক্তি ডাভলকার-সহ এই সংগঠনটির শতাধিক সদস্য। “এটা আমাদের সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল”, বলেন তিনি।

গত ৯ থেকে ১১ আগস্ট, ২০২৪ সিডনির লাইকহার্ড-এ এই উৎসবে প্রদর্শিত হয় সত্যজিৎ রায়ের চারটি চলচ্চিত্র। এগুলো হলো, পথের পাঁচালি, সোনার কেল্লা, ঘরে বাইরে এবং আগন্তুক।
এই উৎসবের পেছনের কারণ সম্পর্কে ড. সুরজিৎ বলেন,

“দেখুন, কমার্শিয়াল হিন্দি ছবি তো এখন অস্ট্রেলিয়াতে প্রায়ই আসে। এগুলো বিগ বাজেট সিনেমা, যেগুলোর একটা অডিয়েন্স আছে, যেগুলোর একটা জায়গা আছে।”

“কিন্তু, আমার মনে হয় না এগুলো দৈনন্দিন জীবনকে প্রতিফলিত করে।”

“আইডিয়া ছিল যে, আমাদের বাচ্চাদের দেখানো যে, ভাল সিনেমা তৈরি হয় ইনডিয়াতে, যে-রকম প্রতিটা দেশেই হয়। আগেও হতো, এখনও হয়।”

তিনি আরও বলেন,

“আমার মনে হয় যে, গুড মিউজিক, গুড আর্ট, গুড সিনেমা, গুড বুকস, এগুলোই হলো বেসিক্যালি ব্রেনের খাদ্য।”
আর শুধুমাত্র সত্যজিৎ রায়ের চলচ্চিত্র প্রদর্শনের বিষয়ে তিনি বলেন,

“দেখুন, ইনডিয়ান ছবি আমরা যখন ভাবি, আমার তো মনে হয় সত্যজিৎ রায়ের থেকে বোধহয় বড় নাম আর কেউ নেই। উনি লাইফ-টাইম অস্কার অ্যাচিভমেন্ট পেয়েছেন।”

ড. সুরজিৎ তরফদারের সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

Share