ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় সাগরে ডুবে নিহত দম্পতিকে বিদায় জানালেন কাছের মানুষ ও পরিচিতজনেরা

Shahidul Hasan Swapan and Sabrina Ahmed Papri

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় গত ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার সাগরে ডুবে মারা যান শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি দম্পতি। Source: Supplied / Saria Tasnim

গত ৩ জানুয়ারি, ২০২৫ শুক্রবার সকালে স্থানীয় গসনেলস মসজিদে নামাজে জানাজা পড়ানো হয় সম্প্রতি পানিতে ডুবে মারা যাওয়া শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ির।


গত ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার সাগরে ডুবে এই বাংলাদেশী-অস্ট্রেলিয়ান দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ওয়ালপোল থেকে ১৫ কিলোমিটার পূর্বে কন্সপিকিউয়াস ক্লিফ সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রে জানা যায়, শহিদুল হাসান স্বপন ও তার স্ত্রী সাবরিনা আহমেদ পাপড়ি তাদের দুই মেয়েকে নিয়ে সেখানে বেড়াতে যান। সেখানে এই দুর্ঘটনা ঘটে।

জানাজার নামাজের পরে সেখানকার গিল্ডফোর্ড সেমেটারিতে তাঁদেরকে দাফন করা হয়।

তাঁদের সহকর্মী কার্টিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আশরাফ দেওয়ান, এবং পারিবারিক বন্ধু মিজ সারিয়া তাসনিম কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

Share