“নাটকের মান ভাল হলে প্রবাসেও দর্শকের অভাব হওয়ার কথা নয়”

kamruzzaman balark and zahid repon

মেলবোর্ন বিমানবন্দরে রেনেসাঁ ড্রামা সোসাইটির সদস্যরা স্বাগত জানাচ্ছেন বাংলাদেশ থেকে আগত নাট্য-নির্দেশক জাহিদ রিপনকে। Credit: Supplied by Kamruzzaman Balark

দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে মেলবোর্নে নাটক মঞ্চস্থ করে আসছে রেনেসাঁ ড্রামা সোসাইটি। সংগঠনটির উনিশতম প্রযোজনার প্রাক্কালে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সংগঠনের সভাপতি কামরুজ্জামান বালার্ক।


প্রবাসে অবস্থান করে যে কোনো শিল্পচর্চা অনুশীলন করাই কষ্টসাধ্য, নাটকও তার ব্যতিক্রম নয়।

তারপরেও এতগুলো বছরে আঠারোটি পরিবেশনা নিয়ে সফলভাবে মঞ্চে এসে দর্শকপ্রিয়তা পেয়েছে রেনেসাঁ ড্রামা সোসাইটি।

তাদের উল্লেখযোগ্য প্রযোজনার ভেতর রয়েছে কঞ্জুস, এখনও ক্রীতদাস, সৎ মানুষের খোঁজে, দেওয়ান গাজীর কিসসা, মুনতাসীর, মেরাজ ফকিরের মা ইত্যাদি।
Kamruzzaman Balark
এসবিএস বাংলার সঙ্গে কথা বলছেন কামরুজ্জামান বালার্ক। Credit: Supplied by Kamruzzaman Balark
সংগঠনের সভাপতি কামরুজ্জামান বালার্ক এসবিএস বাংলাকে বলেন, আমরা বিশ্বাস করি নাটক কখনো কখনো সমাজ সংস্কারের হাতিয়ার হিসেবে কাজ করে।

এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘অচলায়তন’ বেছে নেয়ার পেছনে এটি একটি বড় কারণ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নাটকের মান যদি ভাল হয় এবং মানুষকে সঠিকভাবে জানান দেয়া যায়, তাহলে প্রবাসেও নাটকের দর্শকের অভাব হবে না বলেই তাঁর বিশ্বাস।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 
আমাদেরকে অনুসরণ করুন 


Share