জাহিদ রিপনের উল্লেখযোগ্য প্রযোজনার মধ্যে রয়েছে ত্রিংশ শতাব্দী, কাব্যনাট্য চিত্রাঙ্গদা, পদ্মগোখরো, ডাকঘর, মাইমোড্রামা জাদুর প্রদীপ, মনোড্রামা হেলেন কেলার, মৈমনসিংহ গীতিকা অবলম্বনে কাজলরেখা, দেওয়ান গাজীর কিসসা প্রভৃতি।
এসবিএস বাংলার সাথে টেলিফোন সাক্ষাৎকারে জাহিদ রিপন। Credit: Supplied by: Kamruzzaman Balark
তিনি বলেন, “বাংলাদেশে দলীয় অনুশীলনে আমি যে সিরিয়াসনেস পাই, এখানে তার চেয়ে কম পাইনি। বরং কোনো কোনো ক্ষেত্রে বেশিও পেয়েছি।“
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।