আর্থিক সাক্ষরতা যেভাবে নারীদের দারিদ্র্য থেকে বের করে আনছে

Trieu Thi Tien has been trained to use a new accounting software program (Supplied).jpg

Trieu Thi Tien has been trained to use a new accounting software program Source: Supplied

অস্ট্রেলিয়ার একটি অলাভজনক সংস্থা উন্নয়নশীল দেশগুলোতে নারীদের দারিদ্র্য থেকে বের করে আনার উপায় হিসেবে আর্থিক সাক্ষরতার উপর জোর দিচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ‘অ্যাকশন অন পোভার্টি’ নামের সংস্থাটি জানাচ্ছে, তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পগুলো দরিদ্র জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে।


‘অ্যাকশন অন পোভার্টি’ একটি অস্ট্রেলিয়ান সংস্থা যা প্রায় অর্ধ শতাব্দী ধরে কাজ করে চলেছে।

সংস্থাটি বেছে বেছে সেই সমস্যাগুলি মোকাবেলা করছে যেগুলো মানুষকে দারিদ্র্যের মধ্যে আটকে রাখে। সেগুলোতে পরিবর্তন এনে মানুষের জীবনকে উন্নত করাই সংস্থাটির মূল লক্ষ্য।

অ্যাকশন অন পোভার্টি বা এ.ও.পি.-র অন্যতম প্রধান কর্মসূচি হল নারীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি করা, যা নারীদের কল্যাণ, স্বাধীনতা এবং স্বনির্ভরতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রুপটির আন্তর্জাতিক কর্মসূচি বিষয়ক উপদেষ্টা ক্রিস্টিন মারফি বলেন, প্রান্তিক ও অরক্ষিত জনগোষ্ঠীতে নারীরা প্রায়ই দারিদ্র্যের মুখপাত্র হয়ে থাকেন।

তিনি আরও বলেন, অনেকে তাদের জীবনে অত্যন্ত বেদনাদায়ক ঘটনার সম্মুখীন হয়েছেন।

অ্যাকশন অন পোভার্টি হুয়ং নামক ভিয়েতনামের এক গ্রামবাসীর উদাহরণ তুলে ধরেছে।

গত বছর এই সংগঠনের গ্রাম সঞ্চয় ও ঋণ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রাপ্ত ৭০০ জনেরও বেশি নারীর মধ্যে তিনিও একজন ছিলেন।

মাইক্রো-ফাইন্যান্সিংয়ের উপর একটি প্রশিক্ষণ কোর্স শেষ করার পরে, তিনি একজন কমিউনিটি ফ্যাসিলিটেটর হয়ে ওঠেন এবং তাঁর নিজের ও পার্শ্ববর্তী গ্রামে একটি সঞ্চয় ও ঋণ প্রকল্প প্রতিষ্ঠায় সহায়তা করেছেন।

এক বিবৃতিতে তিনি এই প্রোগ্রামের সুবিধা সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

আরেকজন ভিয়েতনামি গ্রামবাসী, যার নাম ট্রিয়ার টিটিয়েন, তিনি একটি নতুন অ্যাকাউন্টিং সফ্টওয়্যার প্রোগ্রাম ব্যবহার করার জন্য অ্যাকশন অন পোভার্টির মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছিলেন।

ক্রিস্টিন মারফি বলেন, এই কর্মসূচির লক্ষ্য হুয়ং এবং ট্রিয়ারের মতো নারীদের ক্ষমতায়ন করা হলেও কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরও উপেক্ষা করা যায় না। বিশেষ করে যেসব সম্প্রদায়গুলোয় এখনও সাংস্কৃতিক বাধা রয়ে গেছে।

এ সব কিছুই আসলে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আত্ম-ক্ষমতায়ন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ার বাটনে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 
আমাদেরকে অনুসরণ করুন 


Share