প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ: কেন দরকার, কোথায় প্রশিক্ষণ নেবেন

learning CPR.jpg

First aid can help someone feel better, recover more quickly, or even save lives.

দৈনন্দিন জীবনে এমন পরিস্থিতির উদ্ভব হতে পারে যে আশু চিকিৎসার প্রয়োজন দেখা দিতে পারে। জরুরী পরিস্থিতিতে তাৎক্ষনিক চিকিৎসা ব্যবস্থা, বা প্রাথমিক চিকিৎসার অভাবে মৃত্যুও হতে পারে। পরিসংখ্যান অনুযায়ী অস্ট্রেলিয়ায় যে হারে দুর্ঘটনাজনিত জরুরী পরিস্থিতির উদ্ভব হয় তার বিপরীতে প্রাথমিক চিকিৎসা দানে সক্ষম মানুষের সংখ্যা খুবই নগন্য। ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে এবারের সেটলমেন্ট গাইড প্রতিবেদন।


২০১৭ সালে রেডক্রসের এক সমীক্ষায় দেখা গেছে, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের দিক দিয়ে অস্ট্রেলিয়া সারা বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিন্ম স্থানে আছে। অথচ এদেশে প্রতিবছর প্রায় পাঁচ লক্ষ ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়, তার মধ্যে প্রায় ৬০ হাজার শিশু আছে।

অনুযায়ী প্রতিদিন গড়ে ২০ জন অস্ট্রেলিয়ান হার্ট এটাকে মারা যান। ৬০ ভাগ আঘাত বা ক্ষতের ক্ষেত্রে জরুরী প্রাথমিক চিকিৎসার প্রয়োজন।

সংস্থাটির হিসাব অনুযায়ী কর্মক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা করানোর মত আত্মবিশ্বাসী কর্মীর সংখ্যা প্রতি তিনজনে একজন বা তারও কম।
accident during work.jpg
Australian estimates suggest that less than one in three employees feels confident to perform first aid in a workplace emergency.
ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটির প্যারামেডিসিন বিষয়ের লেকচারার বাক রিড ২০ বছর ধরে প্যারামেডিক হিসাবে কাজ করে আসছেন।

তিনি জানান, অধিকাংশ ব্যক্তি কর্মক্ষেত্রে বাধ্যতামূলক ভিত্তিতে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ নিয়ে থাকেন। তবে সাধারণ এক্ষেত্রে দক্ষতা অর্জন করা দরকার।
গুরুতর আঘাত পাওয়া ব্যক্তিকে ডাক্তার, প্যারামেডিক বা হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর আগে তার জীবন বাঁচাতে হলে আঘাত পাওয়ার মুহুর্ত থেকেই চিকিৎসা করানোর দরকার। এটাই প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য।
প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে আমরা জরুরী পরিস্থিতিতে কী করনীয় তা জানার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্ষত বা আঘাত সারিয়ে তোলার প্রতিবিধান জানতে পারি।

মিস্টার রিড বলেন, গুরুতর আহত ব্যক্তিদের কাছে পেশাদার চিকিৎসা সেবা পৌঁছে দেবার আগে তাদেরকে বাঁচিয়ে রাখার উপায় হিসাবে প্রাথমিক চিকিৎসা করানো হয় যাতে তার অবস্থার অবনতি না ঘটে বা বেশি দেরি না হয়ে যায়।

প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণে সিপিআর অর্থাৎ কার্ডিও-পালমোনারি রিসাসিটেশন বা হৃদ্‌-ফুসফুসীয় পুনরুজ্জীবন শেখানো হয়। এছাড়াও ডিফিব্রিলেটর এর ব্যবহার শেখানো হয়। 

কার্ডিয়াক অ্যারেস্ট বা আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে উক্ত দুই উপায়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ambulance.jpg
There were over 26,000 out-of-hospital cardiac arrests in Australia in 2019. It is estimated that 75% of cardiac arrests occur at home or in a private setting.
সিপিআর প্রশিক্ষণ অস্ট্রেলিয়ায় প্রচলিত মানদণ্ডে শেখানো উচিত। অস্ট্রেলিয়ায় প্রাথমিক চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ নীতি নির্ধারক সংগঠন হচ্ছে অস্ট্রেলিয়ান রিসাসিটেশন কাউন্সিল- এ আর সি। এই সংগঠনটি সিপিআর সহ প্রাথমিক চিকিৎসায় প্রচলিত পদ্ধতির নীতিমালা প্রণয়ন করে থাকে।

এই সংগঠনটি ২০টি সদস্য সংগঠনের সমন্বয়ে গঠিত যার মধ্যে কলেজ অফ ইমারজেন্সি মেডিসিন, কাউন্সিল অফ অ্যাম্বুলেন্স অথোরিটিস এবং রয়্যাল লাইফ সেভিং এর মত গুরুত্বপূর্ণ সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে।

ডক্টর ফিনলে ম্যাকনেইল একজন সার্জন এবং ফার্স্ট এইড সাবকমিটি ফর রিসাসিটেশন কাউন্সিলস অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ডের আহবায়ক। তিনি জানান,

 “অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ফার্স্ট এইড প্রশিক্ষণ দেয় এমন অনেক সংগঠনের মধ্যে সর্ববৃহৎ সংগঠনটি হচ্ছে সেইন্ট জন। এছাড়াও রেড ক্রস, সার্ফ লাইফ সেভিং, রয়্যাল লাইফ সেভিং … এরা সবাই প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দিয়ে থাকে। কিছু কিছু স্টেটে অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ আগে প্রশিক্ষণ দিত, কেউ কেউ এখনো দিয়ে যাচ্ছে।
adult learners.jpg
First aid training courses typically incorporate classroom simulations to prepare trainees to deal with emergency situations.
 এছাড়াও অনেক ব্যক্তিগত মালিকানাধীন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বলে জানান ডক্টর ম্যাকনেইল । তিনি আরও যোগ করেন, তবে কোন প্রাইভেট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিতে হলে তা রেজিস্টার্ড ট্রেনিং অরগানাইজেশন কী না তা নিশ্চিত হওয়া উচিৎ।

অধিকাংশ ফার্স্ট এইড কোর্স সামনাসামনি ক্লাসে শেখানো হয়, তবে কিছু ক্ষেত্রে অনলাইন শিক্ষারও ব্যবস্থা আছে। আবার কিছু কোর্সে ক্লাসের শিক্ষা ও অনলাইনের মড্যুল সহ মিশ্র শিক্ষাব্যবস্থায় শেখানো হয়।

ব্রিসবেনে কর্মরত রেড ক্রস সংস্থার ফার্স্ট এইড রিজিওনাল এরিয়ার প্রধান ডেব লো বলেন,

"মিশ্র পদ্ধতিতে পাঠদানের ফলে শিক্ষার্থীরা উপকৃত হয় কেননা, এতে করে শিক্ষার্থীরা নিজেদের সময় মত শিক্ষা গ্রহণ করতে পারে।"
woman working on laptop.jpg
Some training providers offer one or more modules of first aid courses in video or webinar mode.
মিস লো আরও যোগ করেন, অভিভাবক ও শিশু সেবা কেন্দ্রের কর্মীদের জন্য বিশেষায়িত প্রাথমিক চিকিৎসা শিক্ষা নেওয়ার সুযোগ আছে।

প্রচলিত বিভিন্ন ধরনের ফার্স্ট এইড কোর্সের বিষয়ে ব্যাখ্যা করে মিস্টার রিড বলেন, কর্মক্ষেত্র ও প্রয়োগের পরিধি অনুযায়ী প্রাথমিক চিকিৎসার কোর্স বিভিন্ন মেয়াদের ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক স্বীকৃতির হয়ে থাকে। কোনোটি কয়েক ঘন্টার হয়, কোনোটি কয়েকদিনের হতে পারে, তেমনি কোন কোন প্রশিক্ষণ কেবল কর্মক্ষেত্রে প্রয়োগের মধ্যে
সীমবদ্ধ থাকতে পারে আবার কোনোটি জাতীয় পর্যায়ে স্বীকৃত হতে পারে।
practising with dummy.jpg
Many organisations hold community first aid courses. Ask your doctor or maternal and child health nurse for more information.
স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক তথ্যভান্ডার:
  • স্বাস্থ্য পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য পরামর্শের জন্য ভিজিট করুন হেলথ ডাইরেক্ট এর ওয়েবসাইট
  • অস্ট্রেলিয়ান রেডক্রসের অ্যাপে প্রাথমিক চিকিৎসা ও সিপিআর এর নির্দেশনা দেওয় আছে। রেড ক্রসের ফার্স্ট এইড অ্যাপটি ডাউনলোড করুন
  • সেইন্ট জন অ্যাম্বুলেন্সের ওয়েবসাইট থেকে কীভাবে সাধারণত প্রচলিত প্রাথমিক চিকিৎসা করা যায় তা ধাপে ধাপে শেখা যায়। এই নির্দেশনা আরবী, চীনা, গ্রিক, ইটালিয়ান ও ভিয়েতনামিজ ভাষায় শেখা যায়। প্রাথমিক চিকিৎসার এই গাইড ডাউনলোড করুন
বিভিন্ন বয়সের ও বিভিন্ন অবস্থার শিশুর ক্ষেত্রে প্রযোজ্য স্বাস্থ্য, ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত তথ্যের জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন:
জরুরী চিকিৎসার প্রয়োজনে ডায়াল করুন ট্রিপল জিরো (০০০)। যিনি লাইনে থাকবেন, তিনি প্রাথমিক চিকিৎসার নির্দেশনা দিতে পারবেন।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ার বাটনে।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 
আমাদেরকে অনুসরণ করুন 


Share