সুপারএন্যুয়েশন বা আপনার অবসর তহবিল নিয়ে যা জানা প্রয়োজন

Saving coins

Setting up an online account with your superannuation fund helps you track the mandatory contributions coming in from your employer. Credit: urbancow/Getty Images

অস্ট্রেলিয়ার রিটায়ারমেন্ট সিস্টেমকে সুপারএন্যুয়েশন বলা হয়। অনেকের কাছে এই প্রক্রিয়াটি জটিল মনে হতে পারে। যদি কোন নিষ্ক্রিয় সুপার একাউন্টে আপনার টাকা জমানো থাকে বা আপনি যদি সুপার হারিয়ে ফেলেন, বিদেশগমন অথবা মৃত্যুর পর আপনার সঞ্চিত অবসরকালীন তহবিল অর্থাৎ সুপারের কী ব্যবস্থা করা যায় তা আলোচনা করতে এবারের সেটলমেন্ট গাইড প্রতিবেদন।


আপনাকে দেয়া পারিশ্রমিকের কিছু অংশ আপনার নিয়োগকর্তা আলাদা একটি তহবিলে জমা করেন। এই তহবিলকে সুপার এন্যুয়েশন বা শুধু সুপার বলা হয়। আপনার উপার্জনের এই অংশটি অবসরকালীন ভাতা হিসাবে সুপার একাউন্টে জমা হতে থাকে। কর্মজীবনের শেষে অবসরকালীন ভাতা হিসাবে আপনি এই সমুদয় অর্থ উত্তোলন করতে পারেন।

অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী নিয়োগর্তারা কর্মচারীদেরকে দেওয়া পারিশ্রমিকের একটা অংশ সুপার একাউন্টে জমা করতে বাধ্য। যাদের কাছে এই টাকা জমা হতে থাকে অর্থাৎ, যারা আপনার সুপার একাউন্ট ব্যবস্থাপনা করেন তাদেরকে বলা হয় সুপার ফান্ড। এই সুপার ফান্ড কোম্পানিগুলো আপনার সঞ্চয় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে।

অস্ট্রেলিয়ানরা যাতে তাদের সুপার একাউন্টের সঞ্চয় না হারিয়ে ফেলেন, তার জন্য বিভিন্ন সুরক্ষা ব্যবস্থার বিধান আছে। কোন একাউন্ট নিস্ক্রিয় হয়ে গেলেও যাতে কোথাও হারিয়ে না যায়, বা বেহাত হয়ে না যায়, তারও সুরক্ষা ব্যবস্থা আছে।

বাসার ঠিকানা বা ফোন নাম্বার বদলানো বা অন্য কোন কারণে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করতে না পারেন, সেক্ষেত্রে নির্দিষ্ট সময় পর আপনার সুপার ফান্ড অস্ট্রেলিয়ার ট্যাক্স কর্তৃপক্ষের (এটিও- অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস) কাছে চলে যায়।

কোন কারণে সুপার একাউন্ট হারিয়ে গেলে কী করনীয় তা ব্যখ্যা করে অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস বা এটিওর ডেপুটি কমিশনার এমা রোজেনজোয়েইগ বলেন, হারানো সুপার বা লস্ট সুপার বলতে নিস্ক্রীয় একাউন্টের সঞ্চয়কে বলা হয়, যা সুপারএন্যুয়েশন ফান্ডের কাছে সাময়িকভাবে গচ্ছিত থাকে। যদি তারা তহবিলের দাবীদারকে খুঁজে না পায় তখন হারানো সুপারের অর্থ এটিওর কাছে জমা করা হয়।
young asian couple using laptop to pay bill at home
There is no deadline for recovering unclaimed super, but the longer it sits held by the ATO, the longer you are missing out on investment returns. Credit: rudi_suardi/Getty Images
দাবীদারহীন সুপার তহবিল এটিওর কাছে গচ্ছিত থাকাকালে এজেন্সি এই টাকার আইনী ওয়ারিশদের খোঁজ করতে থাকে। খোয়ানো সুপারের টাকার খোঁজ করতে হলে সবার আগে তাই এটিওর অনলাইন সার্ভিসে খোঁজ করা উচিত। আপনার ঠিকানা, ফোন নাম্বার সহ যোগাযোগের বিবরণ হালনাগাদ রাখা জরুরি। 'এটিও' সহ সুপার ফান্ডের ওয়েবসাইটে আপনার তথ্য হালনাগাদ রাখুন।

সুপার এন্যুয়েশন ভোক্তাদের এডভোকেসি সংগঠন সুপার কনজিউমারস অস্ট্রেলিয়ার পরিচালক জ্যাভিয়ার ও হ্যালোরান বলেন,
অনেকের একাধিক সুপার এন্যুয়েশন একাউন্ট থেকে থাকতে পারে। সব একাউন্টের তহবিল এক জায়গায় করাটা অধিক সুবিধাজনক। একাধিক সুপার একাউন্ট রাখায় কী কী অসুবিধা ঘটে তার ব্যাখ্যা দিয়ে তিনি আরও জানান,একাধিক সুপার একাউন্ট রাখার ফলে ৫০ হাজার ডলার পর্যন্ত তহবিল গচ্চা যেতে পারে

Adding up the profits
“It really does pay to keep on top of where your super is and consolidate where it's appropriate,” says Mr O’Halloran. Credit: djgunner/Getty Images
অস্থায়ী ভিসাধারী যারা অস্ট্রেলিয়ায় কর্মসূত্রে সুপারের অর্থ সঞ্চয় করছেন, তারা এই দেশ ছেড়ে গেলেও সেই টাকাটা দাবি করতে পারেন।

এই সঞ্চয় ফেরত পাওয়ার আবেদন আপনি অস্ট্রেলিয়ায় থাকাকালেই শুরু করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়া ব্যক্তিদের সুপার এন্যুয়েশন ফান্ডকে ডিএএসপি বা ডিপার্টিং অস্ট্রেলিয়া সুপার এন্যুয়েশন ফান্ড বলা হয়। মিস রোজুনোয়েইগ জানান, সুপারে জমা টাকা ফেরত পেতে হলে আবেদনকারীর ভিসার মেয়াদ শেষ হতে হবে বা ভিসা বাতিল হতে হবে।

অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা ও নাগরিকদের ক্ষেত্রে বিদেশ গমনের কারণে সুপার এন্যুয়েশনের বিধি-বিধানের কোন রদবদল হয় না। নির্ধারিত সময়ের আগে কেউ অবসর তহবিলের অর্থ ফেরত পেতে পারেন না। তবে বিশেষ পরিস্থিতিতে এই তহবিলের জন্য আবেদন করা যায়, যেমন জরুরি চিকিৎসা খরচ যোগাতে বা গুরুতর আর্থিক অনটনের সময়ে।

মিস্টার ও' হালোরান বিদেশে থাকাকালে অস্ট্রেলিয়ানদেরকে তাদের যোগাযোগের তথ্যবিবরণ হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন। বেশিরভাগ সুপার ফান্ড সঞ্চয়ের সাথে সাথে জীবন বীমা পরিষেবা প্রদান করে। বিদেশ থাকাকালে বীমা পরিষেবা চলমান থাকবে কীনা তা জেনে যাওয়া উচিত। বিদেশে থাকাকালে সুপার তহবিল চালাতে অজান্তে কোন অপ্রয়োজনীয় খরচ দিচ্ছেন কীনা তাও নিশ্চিত হওয়া দরকার।
Young woman holding suitcase or baggage with backpack in the international airport.
If you are an Australian citizen or permanent resident, moving overseas does not change the rules around how your superannuation is treated. Source: Moment RF / Mongkol Chuewong/Getty Images
মৃত্যুর পর আপনার সঞ্চিত সুপারের অধিকারী কে হবেন তা আগে থেকে মনোনিত করে রাখা উচিত। আপনার পারিবারিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে আপনি সুবিধাভোগীর নাম এবং সুপারের কে কত ভাগ পাবেন তা পরিবর্তন করতে পারবেন।

 মৃত্যু পরবর্তীকালের সুপারের বন্টন নিয়ে অভিযোগ থাকলে তা এ এফ সি এ বা অস্ট্রেলিয়ান ফাইনান্সিয়াল কমপ্লেইন অথোরিটিকে জানাতে হয়।

এই সংস্থার প্রধান ন্যায়পাল বা লিড অমবাডস্ম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন হিদার গ্রে। তিনি জানান, সাধারণত অনেকে সুপারের সাথে অন্যান্য স্থাবর সম্পত্তিকে এক করে ফেলেন, যদিও তা আলাদা।

Retired woman managing on a low income
If you don't make a written death benefit nomination, the trustee of your super fund will decide who receives your death benefit. Credit: Kemal Yildirim/Getty Images
কোন ট্রাস্টি যদি মৃত্যু পরবর্তীকালে সুপারের বন্টন নিয়ে অসন্তুষ্ট হন, তাহলে তাদের ২৮ দিনের মধ্যে অভিযোগ আপিল করতে হয়। পরিবারের ট্রাস্টি বা ওয়ারিশ তাদের অভিপ্রায় জানিয়ে কর্তৃপক্ষের কাছে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারে। এক্ষেত্রে কর্তৃপক্ষ তাদের আবেদন যাচাই করে থাকে।

বেশিরভাগ সুপার ফান্ড কোম্পানি বাধ্যতামূলকভাবে বাইন্ডিং নমিনেশন উল্লেখ করতে বলে। বাউন্ডিং নমিনেশন একটি আইনী দলিল যাতে আপনি আপনার মৃত্যুর পর কে আপনার সুপারের উত্তরাধিকারী হবেন তার উল্লেখ থাকে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share