অবসরপ্রাপ্তরা সহায়তা বিহীন সুপার-অ্যানুয়েশন সিস্টেমে যেতে বাধ্য হয়েছেন; পরিবর্তনের সময় এসেছে, রিপোর্ট বলছে

Retirees get little help with how best to use their superannuation (Getty)

Retirees get little help with how best to use their superannuation Source: Getty / Kobus Louw

গ্রাটান ইনস্টিটিউটের নতুন একটি রিপোর্টে অস্ট্রেলিয়ার সুপার-অ্যানুয়েশন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।


অস্ট্রেলিয়ার সুপার-অ্যানুয়েশন ব্যবস্থা জটিল এবং চাপপূর্ণ। এতে অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি প্রয়োজনের তুলনায় কম বাজেটে জীবনযাপনে বাধ্য হন।

গ্রাটান ইনস্টিটিউটের একটি সাম্প্রতিক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।

গ্রাটান ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ অস্ট্রেলিয়ান মনে করেন যে, সুপার-অ্যানুয়েশন ব্যবস্থা অত্যন্ত জটিল। আর, ৬০ শতাংশ মনে করেন যে, অবসর জীবন আর্থিকভাবে চাপপূর্ণ হবে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share